পৃষ্ঠাসমূহ

শনিবার, ১২ মে, ২০১২

প্রধানমন্ত্রী হাসিনার জনপ্রিয়তা ৭৭ শতাংশ!


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতি ৭৭ শতাংশ বাংলাদেশীর আস্থা রয়েছে বলে জানানো হয়েছে বিশ্বের শীর্ষ একটি জনমত জরিপকারী প্রতিষ্ঠানের সাস্প্রতিক জরিপেসফল রাষ্ট্রনায়ক হিসেবে এশিয়ার নেতাদের মধ্যে প্রথম কাতারেই রয়েছেন দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করা শেখ হাসিনা। তালিকার সাত নম্বর স্থানটি তার। জরিপে অংশ নেওয়া ১৯ শতাংশ মানুষ তার ওপর নাখোশ বলে জানিয়েছে মন্তব্য করেনি ৪ শতাংশ মানুষ

ইউএসএ’র একটি গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এই জরিপে হাসিনা পেছনে ফেলেছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন ফিলিপ কি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন টান ডাং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকেএশিয়ার সবচেয়ে শিল্পোন্নত দেশ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডার অবস্থানও তার পেছেনে
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির তালিকায় সর্বশেষ অবস্থানে। দেশটির মাত্র ২০ শতাংশ মানুষ মনে করে জারদারি ঠিক পথে আছেনআর তার প্রতি অনাস্থা জানিয়েছে ৭৭ শতাংশ মানুষ
২১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের কার্যক্রমের ওপর জনগণের মনোভাব নিয়ে জরিপটি করা হয়েছে

এশিয়ার দেশগুলোর মধ্যে জনগণের আস্থা অর্জনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে লাওসের প্রেসিডেন্ট চৌমালি সায়াগনাসনতার দেশের ৯৭ শতাংশ মানুষ মনে করে তিনি সঠিক কাজ করছেনএরপরই ক্যাম্বোডিয়ার হুন সেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে, সিঙ্গাপুরের লি হিয়েন লুং, ফিলিপাইনের বেনিগনো অ্যাকুইনো ৩ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের প্রতি জনগণের সমর্থন বেশি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন
২০১১ সালের ৫ এপ্রিল থেকে ৪ ডিসেম্বরের মধ্যে এ জনমত যাচাই করা হয়েছেপ্রতিটি দেশের ক্ষেত্রে এক হাজারের মতো প্রাপ্ত বয়স্ক মানুষের সঙ্গে সরাসরি বা টেলিফোনে কথা বলে এ জরিপের ফল বের করা হয়েছে
শেখ হাসিনা ২০০৯ সালের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার তিন বছরের মাথায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জনমত জরিপে তার প্রতি এ সমর্থন দেখা গেছে
সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন