পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৭ জুন, ২০১২

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন; তিন বছরে বিএসএফ ১৫১ জন বাংলাদেশিকে হত্যা করেছে


বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এখনও পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫১ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন

জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত বিএনপির অনুপস্থিত সদস্য নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান

সাহারা বলেন, সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা এবং আহত করার ব্যাপারে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত একাধিক বৈঠকে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে দুদেশের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে ভারত হত্যা বন্ধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে

হারুনুর রশিদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত গত প্রায় ৬ মাসে ১১ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ এবং ২৭ জনকে আহত করেছে

তিনি জানান, ২০০৯ সাল থেকে চলতি বছরের মে পর্যন্ত কোস্ট গার্ড এককভাবে এবং র‌্যাব ও পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে ৮৪টি অবৈধ আগেয়াস্ত্র, ৫২৮ রাউন্ড তাজা গুলি, ১৮৯ জন জিম্মি জেলে, ৯১ জন বিপন্ন ব্যক্তিকে উদ্ধার করে অপরদিকে ২৬১ জন জলদস্যুকে আটক করেছেএসকল অভিযানে ১৪টি আস্তানা ধ্বংস করা হয়েছে

সাহারা খাতুন বলেন, সাইবার অপরাধ দমন ও তদন্ত করার জন্য পুলিশ স্কোয়াড গঠন করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগে স্কোয়াড কাজ করছে

মন্ত্রী সংসদকে জানান, পুলিশ অধ্যাদেশ পরীক্ষাধীন রয়েছে এদিকে পুলিশের আবাসন সংকট নিরসনে ১২টি মডেল থানা, ৫০টি জরাজীর্ণ থানা, ১০টি ব্যারাক ভবন, ৬০টি তদন্ত কেন্দ্র, ৫০টি আউট পোস্টসহ ৭টি র‌্যাব কমপ্লেক্স নির্মাণ করার পদক্ষেপ গ্রহন করা হয়েছে

মন্ত্রী সংসদে জানান, দেশের প্রতিটি উপজেলাতে একটি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের অংশ হিসেবে ১৫৬টি প্রকল্প পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে একনেকে অনুমোদন পেলে স্থাপন কাজ শুরু হবে

বেগম শাহিন মনোয়ার হকের এক প্রশ্নে মন্ত্রী বলেন, পুলিশে ৭৩৩টি ক্যাডার পদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় ৩০৬টি পদ অনুমোদন করা হয়েছে ৪২৭টি সৃষ্টির প্রক্রিয়া চলছে

সারাদেশে মলম পার্টি দমনে র‌্যাব-পুলিশ কাজ করছে উল্লেখ্ করে মন্ত্রী বলেন, অপরাধীদের মোবাইল কোর্টের মাধ্যমে তাক্ষণিক সাজা দেওয়ার ফলে অজ্ঞান পার্টি এবং মলম পার্টির দৌরাত্ম হ্রাস পেয়েছে

পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানান মন্ত্রী তিনি বলেন, পুলিশ পরিদর্শকের পদ প্রথম শ্রেণি এবং উপ-পরিদর্শকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে

সংসদকে সাহারা খাতুন বলেন, অবৈধ অস্ত্র চোরাচালান ও ব্যবহার বন্ধে আইন শৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে

মাদকদ্রব্য বিক্রয়ে শিশু এবং নারীকে ব্যবহার বন্ধে কোনো আইন করার পরিকল্পনা আপাতত নেই বলে মন্ত্রী সংসদকে জানান
প্রতিবেদন: সংগ্রহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন