পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

এ সরকারের আমলেই তিস্তা চুক্তি॥ পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে; এখন অপেক্ষা ভারতের অভ্যন্তরীন সিদ্ধান্তের। আর তিস্তা চুক্তি নিয়ে হতাশ না হতে অনুরোধ করেছেন ভারতের অরুনাচল ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দুই মুখ্যমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান জানান।
ভৌগলিক কারণেই ভারতের ‘সেভেন সিস্টার্স’-এর সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক। অথচ রাজনৈতিক চড়াই-উৎড়াই আর সম্পর্কের উত্থান-পতন বহুকাল আলাদা করে রেখেছিলো একই রকম সংস্কৃতির দুই অঞ্চলকে। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে দেখা করে সেই দূরত্ব ঘোচানোর পথে একযোগে কাজ করার আহ্বান জানান অরুনাচল ও মেঘালয়ের দুই মুখ্যমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় রাজনীতির দৃষ্টির আড়ালে থাকা এই অবহেলিত অঞ্চলটি এখন চাইছে বাংলাদেশের সহযোগিতা। চাইছে বাংলাদেশের বিনিয়োগ। বাংলাদেশও তাদের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
অরুনাচলের মুখ্যমন্ত্রী নাবাম তুকি বলেন, আমরা বাংলাদেশকে আমাদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। বিশেষ করে আমাদের রাজ্যে ৫৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা আছে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ করতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশে বিদুৎ স্বল্পতা আছে। আর সে কারণেই বাংলাদেশ তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে অথবা বিদ্যুৎ পাওয়ার জন্য বিনিয়োগে আগ্রহী।
অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বাংলাদেশকে তাদের রাজ্যে পর্যটনখাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন; বাংলাদেশ চাইলে এই খাতে বিনিয়োগ করতে পারে। কেননা আমাদের রাজ্যে পর্যটন একটি সম্ভাবনাময় খাত। এক্ষেত্রে ডাক্তার দীপু মনি বলেন, বাংলাদেশ বিবেচনা করে দেখছে। একটি কারিগরি দল এরই মধ্যে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছে। তাদের দেওয়া রিকমেন্ডেশনের ভিত্তিতেই ভবিষ্যত নির্ধারিত হবে।
তিস্তার পানি চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্ত আঞ্চলিক সম্পর্ক নষ্ট করতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে হতাশ না হওয়ার আহ্বান জানান, দুই মুখ্যমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি হবেই, শুধু সময়ের অপেক্ষা।
অরুনাচল ও মেঘালয়ের দুই মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা চুক্তির সঙ্গে দুই দেশের সম্পর্কের উন্নতি-অবনতির কোন সম্পর্ক নেই। তাদের মতে, দুই দেশের মধ্যে সম্পর্ক দীর্ঘ সময়ের। সেই সম্পর্ক দুই দেশের, পড়শির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এখন মূল লক্ষ।
তিস্তা সম্পর্কে জানতে চাইলে ডাক্তার দীপু মনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে। এখন শুধু ওদের (ভারত) অভ্যন্তরীন সমঝোতা প্রয়োজন। যেখানে আমাদের কিছু করার নেই। আমরা আশা করছি খুব দ্রুতই তিস্তা চুক্তি হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি আশা করে বলেন, বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে।
শুধু বিদ্যুৎ খাত নয় বরং অরুনাচল ও মেঘালয়ের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের প্রশ্নে বাংলাদেশ তাদের আগ্রহ দেখিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
পান্থ রহমান

বুধবার, ৩০ মে, ২০১২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ প্রতিমন্ত্রী


বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাটির সুষ্ঠু ও স্বাধীন তদন্ত আশা করে তার দেশ বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এবং সংলাপ ইস্যুতেও কথা বলেন এই প্রতিমন্ত্রী
তিন দিনের সফর শেষে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমেরবাংলাদেশ সফর নিয়ে তার নিজস্ব বক্তব্যের পর দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা এক প্রশ্নের জবাবে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বিচারবর্হিভূত হত্যা, খুন, নিখোঁজ, সাংবাদিক নির্যাতনের উদাহরণ টেনে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের কথা বলেছেন
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেন, আমি জেনেছি যে, বাংলাদেশে বিচারবহির্ ত হত্যা, গুম, খুন, সাংবাদিক পেটানোর ঘটনা বেড়েছে। আমারা(ব্রিটেন) এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। আমরা আশা করছি, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করবে বাংলাদেশ সরকার। এই ঘটনাগুলোর স্বাধীন ও সুষ্ঠু তদন্ত হবে।
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, আশা করছি বাংলাদেশ সরকার এই ঘটনার তদন্ত করতে কোন ছাড় দেবে না। এতে করে আশা করি, ইলিয়াস নিখোঁজ হওয়ার ঘটনার কুলকিনারা হবে। তার বিষয়ে জানা যাবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তোলা এক প্রশ্নের উত্তরে বার্ট বলেন; যুক্তরাজ্য আশা করে জনগণের প্রত্যাশা অনুযায়িই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে
অ্যালিস্টার বার্ট বলেন, বাংলাদেশের জনগন যেহেতু সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ফলে বাংলাদেশের রাজনীতিবিদরাও তাদের জনগণের আশার কারণেই নিজেরা বসেই একটি সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে নেবেন।

নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক কী হবে কিংবা সেনাবাহিনী ব্যাকড্ বিগত তত্ত্বাবধায়ক সরকারকে তার দেশের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে তোলা প্রশ্নগুলো এড়িয়ে গেলেও এই প্রতিমন্ত্রী জানিয়েছেন; দুই দেশের বাণিজ্য সম্পর্ক বেড়ে, দ্বিগুন হয়েছে
পান্থ রহমান

মঙ্গলবার, ২৯ মে, ২০১২

সন্ত্রাসবাদ মোকাবেলায় আদর্শিক ও বুদ্ধিদৃপ্ত পদ্ধতি অনুসরনের আহ্বান ব্রিটিশ মন্ত্রীর

আদর্শিক এবং বুদ্ধিদৃপ্ত উপায়ে জঙ্গী ও সন্ত্রাসবাদ মোকাবেলা করা উচি বলে করেন সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্টব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত উন্মুক্ত আলোচনায় এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জনগনের হাতে এমন ক্ষমতা থাকা উচি যাতে তারাই জাতীয় সমস্যার সমাধান করতে পারে
তিন দিনের সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট যোগ দেন; ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ঘনিষ্টতা আর চ্যালেঞ্জবিষয়ক মুক্ত আলোচনায়ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক আর সাংবাদিকদের উপস্থিতিতে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী জানান, যুক্তরাজ্যের ৭০ প্রতিষ্ঠানের প্রায় আড়াইশবিলিয়ন টাকা বিনিয়োগ আছে বাংলাদেশেজানান; গত পাঁচ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুন হয়েছেযার পরিমান; ২০০ বিলিয়ন টাকাসন্ত্রাসবাদ নির্মূলে তাদের ভূমিকা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে সকলকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান তিনি
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেন, সন্ত্রাসবাদীদের কোন সীমানা নেই, কোন দেশ নেইতারা কখনও বাংলাদেশ, কখনও ব্রিটেনে অবস্থান করতে পারেকিন্তু তাদের নেটওয়ার্ক ও যোগাযোগ অনেক ভালোসেই সব সন্ত্রাসী ও জঙ্গীদের শুধুমাত্র আইন করে ঠেকানো যাবে না বরং তাদের বুদ্ধিদৃপ্ত ও আদর্শিক উপায়ে প্রতিরোধ করতে হবে
উন্নয়ন তহবিলে ছাড়ের ক্ষেত্রে পুরোনো তহবিলকে নতুন মোড়কেজলবায়ু তহবিলে স্থানান্তরের প্রশ্নটি এড়িয়ে গেলেও মন্ত্রী জানান; বাংলাদেশকে দেওয়া অর্থের প্রতি তাদের নজরদারী থাকবে
অ্যালিস্টার বার্ট বলেন, অবশ্যই আমাদের তহবিল কোথায় যাচ্ছে সেই বিষয়ে আমাদের লক্ষ আছেকোথায়, কিভাবে আমাদের টাকা খরচ হচ্ছে তা দেখার জন্য আমরা বিশেষ পদ্ধতিও অণুসরণ করে থাকি
জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা কিংবা তাদের ভোটই পরিবর্তন নিশ্চিত করছে কিনা; সেই বিষয়টি নিশ্চিত করা সুষ্ঠু গণতান্ত্রিক প্রথায় জরুরী বলে মন্তব্য করেন এই ব্রিটিশ প্রতিমন্ত্রী
উল্লেখ্য, তিন দিনের সফরে থাকা ব্রিটিশ প্রতিমন্ত্রী বার্ট ২৯ মে বিকেলে যাবেন সিলেটেকাল পরিদর্শন করবেন অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিযোগিদের অনুশিলন
পান্থ রহমান

বিডিনিউজের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত এবং কয়েকজনকে মারধর করেছে সন্ত্রাসীরা। ২৮ মে, সোমবার রাতে রাজধানীর মহাখালীতে বিডিনিউজের অফিসের নিচতলায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর আহত সহসম্পাদক নেওয়াজ রিফাত, প্রতিবেদক সালাহউদ্দীন আহমেদ ও পরিচ্ছন্নতাকর্মী রুহুল আমিনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিসকেরা জানান, তারা আশঙ্কামুক্ত
বিডিনিউজ জানায়, প্রতিষ্ঠানের কার্যালয় স্থানান্তরের জন্য মালামাল নিচে নামানো হচ্ছিল এ সময় একজন তরুণ বাইসাইকেল নিয়ে সেখানে আসেন নিচে মালামাল রাখা নিয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা হয় কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে নিয়ে এসে তাঁদের মারধর ও রুহুল আমিনকে ছুরিকাঘাত এবং মালামাল ভাঙচুর করেন এ খবর পাঁচতলায় অফিসে পৌঁছালে দ্রুত কয়েকজন নেমে আসেন তাঁরা হামলাকারীদের একজনকে ধরে পুলিশে খবর দেন তবে পুলিশ আসার আগেই ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে নিচতলায় এসে হামলা চালান তাঁরা নিচে থাকা রিফাত ও সালাহউদ্দীনের পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আটক তরুণকে নিয়ে চলে যান সহকর্মীরা আহত ব্যক্তিদের পাঁচতলায় অফিসে নিয়ে আসেন
রাতে বিডিনিউজ কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ নিচতলায় রক্ত জমাট বেঁধে আছে
খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান সেখানে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুফুল কবীর বলেন, দুর্বৃত্তদের ধরতে তাক্ষণিকভাবে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

সোমবার, ২৮ মে, ২০১২

পদ্মা সেতুতে মালয়েশিয়ান বিনিয়োগ প্রস্তাব


পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে মালয়েশিয়া। ২৮ মে, দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু বনানীর সেতু ভবনে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে এ প্রস্তাব হস্তান্তর করেন।
প্রস্তাব হস্তান্তরের পর মালয়েশিয়ার দলটির সঙ্গে যোগাযোগমন্ত্রী বৈঠক করেন। এ সময় সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, আগামী ৩০ জুন পর্যন্ত প্রস্তাবটি খতিয়ে দেখে দর-কষাকষির উদ্যোগ নিতে অনুরোধ করেছেন মালয়েশিয়ার প্রতিনিধিরা। ৩০ জুনের মধ্যে মালয়েশিয়া চূড়ান্ত চুক্তির একটি খসড়া দেবে। সেই খসড়া চুক্তি এবং মালয়েশিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার পরই চূড়ান্ত চুক্তি হবে। বৈঠকে দুই পক্ষই তিন-চার মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার ওপর জোর দিয়েছে।
সামি ভেলু ২৬ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র জানায়, মালয়েশিয়ার প্রস্তাবে কত দিনে সেতু নির্মাণ করা হবে, নির্মাণকাজ কারা বাস্তবায়ন করবে, কত টাকা খরচ হতে পারে এবং টোল কী হতে পারে, সে বিষয়ে বলা হয়েছে। মালয়েশিয়া প্রস্তাবে বলেছে, প্রকল্পের জন্য অর্থ জোগাড়, মূল সেতু নির্মাণ, পাইলিং, নদী শাসনসহ বিভিন্ন কাজের জন্য আলাদা প্রতিষ্ঠান নিয়োগ করবে।
সেতু বিভাগ সূত্র জানায়, সামি ভেলুর প্রতিনিধিদলে ক্যাপিটাল ট্রাস্ট গ্রুপ নামে একটি অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কোরিয়ার স্যামসাং কোম্পানির প্রতিনিধিও ছিলেন বৈঠকে।
মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে কেবল সমঝোতা সই হয়েছে। বিশ্বব্যাংক যদি বলে বা আশ্বাস দেয়, এই সরকারের আমলেই অর্থ ছাড় করা হবে, তাহলে সরকার রাজি হয়ে যাবে।
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে কি না, স্পষ্টভাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি গত জানুয়ারি মাসেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তিভঙ্গ করিনি। তারাই দু-একজনের বিরুদ্ধে অভিযোগ এনে অর্থ প্রদান বন্ধ করেছে।

রবিবার, ২৭ মে, ২০১২

বাহরাইনে নিহত ৮ বাংলাদেশি


বাহরাইনে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছেবাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ ইব্রাহিম রোববার বিকেলে জানান, নিহতের মধ্যে আটজনের বাড়ির ঠিকানা নিশ্চিত করতে পেরেছে দূতাবাস তাদের মধ্যে ৭ জনের বাড়ি কুমিল্লায় ও একজন চাঁদপুরের
নিহতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার কালোনিয়া মোহাম্মদ হানিফ (৬০), তার ভগ্নিপতি জসপুর গ্রামের মোহাম্মদ সুলেমান (৪২), জামাতা জামিয়া গ্রামের মনির হোসাইন (৩০), মনিপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০) ও সুসন্দা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রাম উপজেলার আবুল হাসেম (৩৫) এবং চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার সৈয়দ আহমেদ (৪০)

উল্লেখ্য, বাহরাইনে রোববার সকালের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে নিজেদের কক্ষে নিহত হন ১০ বাংলাদেশি শ্রমিক ওই কক্ষে ১১ শ্রমিক বাস করতেন একজন বেঁচে গেছেন রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে রিফা এলাকায় এ ঘটনা ঘটে
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

পদ্মাসেতু নির্মানে বিনিয়োগে আগ্রহী কাতার


সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবের আল থানি বলেছেন, বাংলাদেশের পদ্মাসেতু নির্মান এবং জ্বালানী খাতে বিনিয়োগ করতে চায় তার দেশতবে আগে থেকেই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা সই হওয়ায় কিভাবে কাতারকে বিনিয়োগের সুযোগ করে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে হবেরাজি হওয়া সাপেক্ষে হবে ত্রি-পক্ষীয় চুক্তি

বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে নিজেদের ঘনিষ্টতা বাড়াতে; বেশ কটি খাতে বিনিয়োগের প্রস্তাব পর্যালোচনার উদ্দেশে দশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করছেন কাতারের সহকারী পররাষ্ট্র মন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবর আল থানিদুপুরে হয় দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠক; তাতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনিবৈঠকে পদ্মাসেতু, বিদ্যুকেন্দ্র, ঢাকা বাইপাস সড়ক ও বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মানে বিনিয়োগের আগ্রহ দেখায় কাতার’‘
কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবের আল থানি বলেন, বিদ্যুকেন্দ্র নির্মান, পদ্মাসেতু নির্মান এবং এয়ারপোর্টের কিছু উন্নয়ন কাজে সহযোগিতা করতে চাইবিষয়গুলো নিয়ে আলোচনাও হয়েছেবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, নদীর ড্রেজিং প্রকল্পে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কাতারতাছাড়া ঢাকার একটি বাইপাস সড়ক নির্মানে সহযোগিতা করবে দেশটি
পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা গেছে; শাহজালাল বিমানবন্দরের আধুনিকায়নের মধ্যে নতুন একটি টার্মিনাল ও কার্গো ভিলেজ নির্মাণের প্রস্তাব কাতারকে দেওয়া হয়েছে

বিমানবন্দরের ৩য় টার্মিনালটি নির্মাণের খরচ ধরা হয়েছে ৩৭৫ মিলিয়ন ডলার এবং কার্গো ভিলেজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৩০ মিলিয়ন ডলার

চট্টগ্রামের মহেশখালীতে ১০০০ মেগাওয়াটের এলএনজি চালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যু কেন্দ্র নির্মাণের জন্য ১ হাজার ৩০০ মিলিয়ন ইউএস ডলারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

নদী খননের জন্য ৫টি ড্রেজার কেনার জন্য কাতারের সহযোগিতা কামনা করা হয়েছেএ জন্য ৫৫ দশমিক ২৬ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে

ঢাকা বাইপাস নির্মাণের জন্য গাজীপুরের কড্ডা থেকে জয়দেবপুর, দেবগ্রাম ও ভুলতা হয়ে মদনপুর পর্যন্ত একটি প্রকল্পের প্রস্তাব কাতারকে দেওয়া হয়েছে

৪৮ দশমিক ৭০ কিলোমিটার এই নতুন বাইপাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪০ মিলিয়ন ডলার

বৈঠকে এসব বিষয় উপস্থাপন করেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি আমদানীর আগ্রহের কথাও জানান কাতারের এই সহাকারী মন্ত্রী

এক প্রশ্নের জবাবে শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবের আল থানি জানান, কাতারে অনেক উন্নয়ন কাজ চলছে; সেই হিসেবে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি প্রয়োজন পড়বেতবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত জনবল নিতে চায় তার দেশএক্ষেত্রে শ্রমিকদের প্রশিক্ষনের জন্যও সহযোগিতা করবে কাতার

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানানো হয়; একটি ফ্রেমওয়ার্কের আওতায় দুই দেশের মধ্যে এই সহযোগিতার ক্ষেত্রগুলো আলোচিত হবেএরজন্য গঠিত হবে একটি ওয়ার্কিং গ্রুপও
পান্থ রহমান


শনিবার, ২৬ মে, ২০১২

পানি নিয়ে সামনে মহাবিপদ!


অপচয় না কমালে সামনে পানি নিয়ে মহাবিপদে পড়তে হবে। কেননা দিন দিন পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে এভাবে একসময় ঢাকায় পানি পাওয়া যাবে না। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা ওয়াসা কার্যক্রম, চ্যালেঞ্জ ও জন প্রত্যাশা শীর্ষক সেমিনারে বক্তারা এ আশঙ্কা করেন

সেমিনারের প্রধান অতিথি ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পানি ব্যবহারে সচেতন হতে হবে। বলেন, ঢাকায় জমির যে সংকট আছে তা সবার জানা। আর সে কারণেই ওপরের পানি তোলা কঠিন। যেভাবে ঢাকার পানির স্তর ক্রমাগত নিচে নামছে তাতে ভবিষ্যেতে আরও বিপদ আসছে। ঢাকার জনসংখ্যা দেড় কোটি হলেও প্রতিদিনই কয়েকলাখ লোক আসে তাই তাই পানির অপচয় রোধ করা জরুরী।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সেমিনারের সভাপতি এ এস এম শাহজাহান বলেন, অনেকে বাপার বাংলাদেশ পরিবেশ আন্দোলন--বাপা) সমালোচনা করে পরিবেশ আন্দোলন না করে উন্নয়নে কাজ করতে বলেন কিন্ত বাপার কাজ উন্নয়ন নয়, আন্দোলন করা বা সচেতন করা। ওয়াসার কাজকে আরও জনমুখি করার পরামর্শ দেন তারা।

ওয়াসার সাবেক চেয়ারম্যান ও নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ওয়াসা জনগণের টাকায় চলে ওয়াসাকে চিন্তা করতে হবে কত সাশ্রয়ী মূল্যে সেবা দিতে পারবে
তিনি নারায়ণগঞ্জের পানির দায়িত্ব ওয়াসাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন কারণ হিসেবে তিনি বলেন, নারায়ণগঞ্জ এখন সিটি করপোরেশন টঙ্গী ও গাজিপুরে ওয়াসার কাজ সম্প্রসারণ করা উচিত হবে না

বিশেষ অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ওয়াসার অবস্থা খুব একটা ভালো হয়েছে বলে মনে হয় নাতবে ভালোর দিকে যাচ্ছে রাজউক ও সিটি করোপরেশন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছেতিনি বলেন, এখনকার ঢাকা শহর বৃষ্টিহীন, প্রাণহীন ধূসর ভারতের সাহারা সাহেবও বলেছেন এই শহর প্রাণহীন ও অপরিকল্পিত আমার এলাকায় পানি সমস্যা, আমরা কার কাছে যাবো

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান , পানি বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ আহমেদ, খাইরুল ইসলাম, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, আইসিডিডিআরবির জেন্ডার বিশেষজ্ঞ ফারজানা শাহনাজ মুন্নী, ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিরাজ উদ্দিন, বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন

বাংলাদেশ নিয়ে ইকোনমিস্টের নতুন প্রতিবেদনে সরকারের সমালোচনা


ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট তাদের চলতি সংস্করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের কারণ হিসেবে মন্তব্য করেছে! আর হাসিনার কর্মকান্ডকে ঠেকাতে কিংবা দমাতে দিল্লিকে হস্তক্ষেপ করার পরামর্শ দিয়েছে তারালন্ডনভিত্তিক এই সাময়িকীটি এর আগে দিল্লি থেকে আসা বস্তাভর্তি টাকায় আওয়ামী লীগের নির্বাচন জেতার কথা লিখে সমালোচিত হয়েছিল সরকার তার প্রতিবাদও করেছিলো।

ইকোনমিস্টের এবারে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। আগের প্রতিবেদনগুলোর মতো এবারও সরকারের কঠোর সমালোচনা করা হয়েছেনতুন দুটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনামুহাম্মদ ইউনূসকে সরকার হেনস্থা করছে বলেও বরাবরের মতোই মন্তব্য করেছে পত্রিকাটিবিরোধী দলের রাজনীতির ওপর সরকারের দমনপীড়নের কড়া সমালোচনাও আছে ওই প্রতিবেদন দুটিতে।

ব্যাংগড অ্যাবাউট প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছেন আর বাংলাদেশস টক্সিক পলিটিক্স: হ্যালো দিল্লি প্রতিবেদনে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে প্রধানমন্ত্রীকে ঠেকাতে ভারতকে পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে

হ্যালো দিল্লি শীর্ষক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তার ক্ষমতা জোরদার করতে এবং তার শত্রুদের ঘায়েল করতে ব্যবহার করছেন

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতিবিদেরা যখন জনগণের ভাগ্য নিয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না, তখন বাইরের কাউকেই এগিয়ে আসতে হবে

এখন ঢাকার ওপর প্রভাব আছে দিল্লীর আর তাই ভারত তার নিকটতম প্রতিবেশী দেশে কার্যকর গণতন্ত্র চাইলে এখনই সময় জোর গলায় মতামত জানানোর

দুটি প্রতিবেদনেই বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো, গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে সরকারের পদে পদে হেনস্তা করার চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইউনূসের পক্ষে দাড়ানোর পরও সরকার গ্রামীন ব্যাংককে ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে

উনূসকে হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন এমনকি হিলারি ইউনূসের পাশে দাড়ানোর পর পরই সরকারের মন্ত্রীরা তার বিষেদগার করেছেন সরকার গ্রামীন ব্যাংক নিয়ে আবারও আরেকটি তদন্ত শুরু করেছে

সৌদি কূটনীতিককে গুলি করে হত্যা, ট্রেড ইউনিয়ন নেতাকে নির্যাতন করে হত্যা, দুর্নীতি নিয়ে অনুসন্ধান করায় সাংবাদিক দম্পত্তিকে নৃশংসভাবে হত্যা-গত কয়েক মাসে বাংলাদেশে রহস্যজনক বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে

সামরিক অভ্যুত্থান চেষ্টার সুযোগে সরকার সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে

বলা হয়, নির্বাচনের ১৮ মাস আগে বাংলাদেশের রাজপথ এখন উত্তপ্ত এর মধ্যেই মানুষের জীবন খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি, লোডশেডিং আর বেহাল সড়কে পর্যুদস্ত

এ পরিস্থিতিতে শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘ দিনের মিত্র ভারত এখন বিএনপির দিকেও ঝুকছে বলে প্রতিবেদনে বলা হয়ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন খালেদা জিয়াও ভারতকে বন্ধু বলে সম্বোধন করে তার ভারতবিদ্বেষী অবস্থান বদলাতে চাইছেন

অবশ্য প্রতিবেদনে বলা হয়, সব সংকটের পরও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে জীবনযাত্রার মান বাড়ছে প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপর ধরে রাখা গেলে বাংলাদেশ এক দশকের মধ্যেই মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার কথা ভাবতে পারবে কিন্তু এসবের মধ্যে বাধা হিসেবে ইকোনমিস্ট দেখেছে দেশটির চালককে

উল্লেখ্য, গত বছরের জুলাইতে একটি প্রতিবেদন নিয়ে ঢাকার সমালোচনায় পড়ার পর বাংলাদেশ নিয়ে আগস্টে আরো দুটি প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট তিনটি প্রতিবেদনেই শেখ হাসিনা সরকারের সমালোচনা করা হয়েছে

গতবছর ৩০ জুলাই ইকোনমিস্টে প্রকাশিত ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত, যার প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার

রভাবশালী এই ব্রিটিশ সাময়িকীর ওয়েবসাইটে ১২ আগস্ট পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ ও ইন দ্য নেম অফ দ্য ফাদার শিরোনামে দুটি প্রতিবেদনে ঘুরেফিরে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান
ইকোনোমিষ্টের মূল প্রতিবেদন পড়তে ক্লিক করুণ:
http://www.economist.com/node/21555914 
এবং
http://www.economist.com/node/21555938

এভারেস্টে এবার ওয়াসফিয়া


মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরও এক বাংলাদেশি উঠেছেন এভারেস্টের চূড়ায়, উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নাম ওয়াসফিয়া নাজরীন শনিবার সকাল ৬টা ৪১ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা ফেলেন তিনি। ওয়াসফিয়া বাংলাদেশের দ্বিতীয় নারী এবং চতুর্ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন।
এভারেস্ট জয়ের পরপরই তিনি তাঁর বাংলাদেশ অন সেভেন সামিট কর্মসূচির মুখপাত্র করভী রাখসান্দকে স্যাটেলাইট ফোনে এ খবর দেন। রাখসান্দ জানান, ওয়াসফিয়া আমার সঙ্গে ৩০ সেকেন্ড কথা বলেছে এবং এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়াসফিয়ার এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপিডিশন হিমালয়া ডটকমও তার এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেছে তাদের ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটির প্রধান নবীন ত্রিতাল জানিয়েছেন, ওয়াসফিয়া নাজরীন তার তিন সহযোগি শেরপা এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন। তাঁরা এখন সাউথ কোলের দিকে নেমে আসছেন।
এর আগে গত বছরের ২ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত-শৃৃঙ্গ একঙ্কাগুয়া জয় করেন।
ওয়াসফিয়াসহ সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আজ রাতে তাঁরা সাউথ কোলে অবস্থান করবেন বলেও জানায় প্রতিষ্ঠানের প্রধান। আগামী পরশু তাঁরা বেস ক্যাম্পে ফিরবেন বলে আশা করেছেন তিনি।

স্বাধীনতার চার দশক উপলক্ষে ওয়াসফিয়া সেভেন সামিট জয় করার ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে তিন মহাদেশের শীর্ষ চূড়া জয় করলেন তিনিএর আগে ২০১১ সালের ২ অক্টোবর আফ্রিকা মহাদেশের শীর্ষ পর্বত কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়া অ্যাকোনকাগুয়া জয় করেন নাজরীনবাংলাদেশ অন সেভেন সামিটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তিনি এ অভিযান শুরু করেন

এর আগে গত ১৯ মে এভারেস্ট জয় করেন বাংলাদেশি নারী পর্বত আরোহী নিশাত মজুমদার
তারও আগে প্রথম হিসেবে মুসা ইব্রাহীম এবং এম এ মুহিত দ্বিতীয় বাংলাদেশি যারা এভারেস্ট জয় করেন

শুক্রবার, ২৫ মে, ২০১২

যুক্তরাষ্টের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন: গুম-খুন নিয়ে শঙ্কা


যুক্তরাষ্ট্র তাদের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের কড়া সমালোচনা করেছে। ২০১১ সালের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অযথা গ্রেফতার, নিরাপত্তা হেফাজতে মৃত্যু, নির্যাতনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে এই সমালোচনা করা হয়। ওই প্রতিবেদনে সরাসরি অভিযোগ করা হয়, গুম, হেফাজতে মৃত্যু ও হয়রানিমূলক গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী। এছাড়া প্রায়ই ক্ষমতার অপব্যবহার করেন তারা।

২৪ মে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এই বাসরিক মানবাধিকার প্রতিবেদনের বাংলাদেশ চ্যাপ্টারে ৪৩ পৃষ্ঠার বিস্তারিত পরিসরের প্রতিবেদনের সাতটি বিভাগে এদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকাণ্ডের বিবরণ এবং মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে দূরত্ব তুলে ধরা হয়। সবচে সমালোচনা করা হয় নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতন হত্যার।
প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে প্রধান সমস্যা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যা ও নির্যাতন, সামাজিক সহিংসতা ও নারীর প্রতি বৈষম্য, আদিবাসীদের প্রতি সরকারি বৈষম্য ও সামাজিক সহিংসতা থেকে তাদের রক্ষায় ব্যর্থতা।
এ ছাড়া বিচার বিভাগের রাজনৈতিকীকরণ, গণমাধ্যম ও বাকস্বাধীনতার সীমাবদ্ধতা, সাংবাদিক নির্যাতন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহিংসতা ঘটানো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত নিখোঁজ, নিরাপত্তা হেফাজতে মৃত্যু, অযথা গ্রেফতার, রিমান্ডে জীবনের হুমকি এবং দীর্ঘদিনের রিমান্ডের সঙ্গে জড়িত।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমের নিয়ন্ত্রিত স্বাধীনতা দিয়েছে সরকার, যেখানে স্ব-আরোপিত সেন্সরশিপ চালু রয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সাংবাদিক হয়রানির কথাও বলা হয় প্রতিবেদনে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়মুক্তিকে (ইমপিউনিটি) সমস্যা হিসেবে তুলে ধরা হয়। বলা হয়, ্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (্যাব) এই দায়মুক্তি পেয়ে থাকে! আর সে কারণেই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর হাতে মৃত্যুর ঘটনায় সরকার কোন ব্যবস্থা নিতে পারেনি।
্যাবের হাতে নিখোঁজ হওয়া দুইজন ব্যক্তি; বিএনপি নেতা চৌধুরী আলম ঢাকার উত্তর শাহজাহানপুরের চাকরিজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম-এর এখনো খোঁজ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থার সূত্র দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বছর ্যাবের হাতে ৪৩ জন মারা গেছেন, গত বছর এই সংখ্যা ছিলো ৬৮

রাজনৈতিক সহিংসতা
আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়, গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ২১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১১৬ জন কারাগারে মারা যান। এসব মৃত্যুর অনেকগুলোই নির্যাতনের কারণে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের হাতে নেতা-কর্মী হত্যার ঘটনাও ঘটেছে। আগের বছরের তুলনায় গত বছর রাজনৈতিক সহিংসতা কিছুটা কমলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এমন ঘটনার প্রবণতা বাড়ে। প্রতিবেদনে অধিকারের বরাত দিয়ে বলা হয়, ধারণা করা হয় ২০১১ সালে রাজনৈতিক কারণে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আগের বছর তা ছিল ২২০। এ ছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মারা যায় ২২ জন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারা যায় তিনজন।

প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ প্রসঙ্গে বলা হয়েছে, এর কিছু রাজনৈতিক কারণে ঘটেছে। কিছু ঘটেছে টাকাপয়সা ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। অধিকারের বরাত দিয়ে বলা হয়, গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ৩০ জনকে গুম করার অভিযোগ ওঠে। এতে বিএনপির নেতা চৌধুরী আলম ২০১০ সালের জুনে গুম হওয়ার কথা উল্লেখ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। তবে পুলিশ সে অভিযোগ অস্বীকার করে। বিএনপির ডাকা হরতালে বিএনপির সাংসদ ও চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক পুলিশের হামলায় আহত হন। প্রতিবেদনে ২০১০ সালের অক্টোবরে বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় নাটোরের বিএনপি নেতা সানাউল্লাহ নূর নিহত হন বলে উল্লেখ করা হয়।
অবাধ বাক স্বাধীনতা না থাকা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক নির্যাতন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা এখনো বাংলাদেশে সমস্যা হিসেবে রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চ্যানেল ওয়ান ও যমুনা টেলিভিশন নামের দুটি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। প্রচারমাধ্যমে স্ব-আরোপিত নিয়ন্ত্রণ এখনো চলছে।
বিচারব্যবস্থার ওপর ক্রমশ রাজনৈতিক প্রভাব বাড়তে থাকায় তা সমস্যায় জর্জরিত। ফলে বিরোধী দলগুলোর সদস্যদের ন্যায়বিচার পাওয়ার পথ সঙ্কুচিত হচ্ছে।

গুম
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে বাংলাদেশে গুম ও অপহরণের ঘটনা বেড়েছে। এসব ঘটনার অনেকগুলোর পেছনেই নিরাপত্তা বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করা হয়। তবে এই সময়ে গুম ও অপহরণের মোট সংখ্যা বলা হয়নি ওই প্রতিবেদনে।
যদিও অধিকারের (দেশের মানবাধিকার সংগঠন) হিসাবে, এই সময়ে ৩০টি গুমের ঘটনার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ আছে। আর ২০১০ সালে এ ধরনের নয়টি ঘটনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি অভিযোগ ছিল।
পুলিশ কার্অত ‍অকার্যকর এবং তারা ক্ষমতাসীন দলের কারো বিরুদ্ধে কোনো অপরাধমূলক ঘটনা তদন্ত করতে চান না।

সীমান্তে সহিংসতা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমান্তে চলমান সহিংসতা এখনো একটি সমস্যা হয়ে রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ৩১ জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দৃষ্টান্ত তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ জানুয়ারি সীমান্ত বেড়া পার হওয়ার সময় ১৫ বছরের ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ।
ফেলানির মৃতদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে সীমান্তের কাটাতারের বেড়ায় পাঁচ ঘণ্টা ঝুলে থাকে তার লাশ।

শিশুদের প্রতি সহিংসতা এবং প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরও নারীর প্রতি সামাজিক সহিংসতা বৈষম্য দূর হয়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বিচারবিভাগে সরকারের রাজনীতিকরণকে সমস্যা হিসেবেও উল্লেখ করা হয়। তাছাড়া সরকার সংসদের স্বাধীনতাও খর্ব করেছে বলে অভিযোগ তোলা হয়। বলা হয়, বহুল-বিস্তৃত সরকারি পর্যায়ের দুর্নীতির কথাও। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সামাজিক সহিংসতা থেকে রক্ষায়ও শেখ হাসিনার সরকার ব্যর্থ উল্লেখ করে বলা হয়ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা সামাজিক সহিংসতার শিকার হয়েই চলেছেন
শ্রমিকদের নিয়ন্ত্রিত অধিকার এবং শিশুশ্রম অনিরাপদ শ্রম-পরিবেশকে সমস্যা হিসেবে দেখানো হয়।