পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

আবারও বাংলাদেশি বিজ্ঞানীদের কৃতীত্ব


পাটের ছত্রাকের জীবনরহস্য উন্মোচনলাভবান হবে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার চাষীরা
২০ সেপ্টেম্বর, ঢাকা:

অনেক চড়াই-উড়াই পার হয়েছে, তারপরও উদ্ভাবন করা যাচ্ছিলো না ঠিক কী কারণে পাট নষ্ট হয়ে যাচ্ছে বছরের পর বছরবাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র এই নিয়ে চিন্তিত ছিলো যে, বছরে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পাট নষ্ট হয় প্রতিবছরেকিন্তু কেন, কী এর প্রতিকারএবারে সেই সব প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশেরই এক বিজ্ঞানী, মাকসুদুল আলমতার নেতৃত্বেই উন্মচিত হলো পাটের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবন রহস্যএখন সেই ছত্রাক বিনষ্ট করার কাজটাও খুব সহজ হলো

এক সময় পাটের জীবনরহস্য উন্মোচনও অনেকের কাছে অধরা ছিলো কিন্তু বাংলাদেশের এই বিজ্ঞানীই কিছুদিন আগে পাটের জীনন রহস্য (জিনোম) খুঁজে পেয়েছিলেনবাংলাদেশের এই জিন বিজ্ঞানী মাকসুদুল আলম তার শিক্ষার্থীদের নিয়ে পাটসহ বিশ্বের ৫০০টি উদ্ভিদের অন্যতম শত্রু ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেনতার মানেটা এমন, ছত্রাক কীভাবে ফসলের জৈব উপাদান নষ্ট করে, পাদন কমিয়ে দেয়, তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা

মাকসুদুল বলেছেন; “ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের ওই ছত্রাকের আক্রমণে শুধু পাটই নয় বরং দুনিয়াজুড়ে ৫০০টি উদ্ভিদের উপাদন ক্ষতিগ্রস্ত হয়এই ছত্রাকের আক্রমণে শুধু পাটের উপাদনই ৩০ থেকে ৭০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা থাকেযদিও এতদিনে এই ছত্রাকের কার্যপক্রিয়া জানা যাচ্ছিলো নাকিন্তু আমরা পেরেছি

তিনি বলেন, এখন কাজ বাকি অল্পইছত্রাকের আক্রমণ সহ্য করে টিকে থাকতে পারে এমন জাত উদ্ভাবন করে তা কৃষকের হাতে পৌঁছে দেওয়া, ব্যস

বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের আওতায় মাত্র এক বছরের মাথায় দেশের বিজ্ঞানীরা এই সফলতা পেলেনবাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে এই প্রকল্পের আওতায় স্থাপিত একটি গবেষণা কেন্দ্রে বাংলাদেশের বিজ্ঞানীরা এই কাজ করেছেন

এই সফলতায় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  তিনি বুধবার সফলতার খবরটি দেয় সরাসরি প্রচারিত জাতীয় সংসদের অধিবেশনেইআর তাছাড়া একই দিন এই সুখবরটি প্রকাশিত হয় বিশ্বের বিজ্ঞানবিষয়ক অন্যতম বিএমসি জেনোমিকসে

মাকসুদুল আলম বলেন, এত অল্প সুযোগ-সুবিধা নিয়েও তার শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করায় এমন সফল হওয়া গেছেতিনি গবেষণায় আরও টাকা ও সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানান
পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করার এই সাফল্য যেন বাংলাদেশ মালিকানা হিসেবে পায় (অর্থা পেটেন্ট) তা নিশ্চিত তা নিয়েও অনেক কাজ করতে হচ্ছে তাদেরএরই মধ্যে পেটেন্টের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি

মাকসুদুল জানান, স্বল্প পানিতে পাট ধোঁয়া ও জাগ দেওয়া বা পচানোর মাধ্যমে ব্যবহার উপযোগী করার জন্যও তাদের গবেষণা চলছেতবে এর জন্য কৃষকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানান এই বিজ্ঞানী

মাকসুদুল বলেন, “এই ছত্রাকটি ধান, গম, ভুট্টা, সয়াবিন, তুলা, যবের মতো প্রধান খাদ্য উপাদনকারী ফসলগুলোও নষ্ট করে

উল্লেখ্য, বিশ্বের তিনটি ফসল, চারটি জীবাণুসহ মোট ১৯টি জীবের জীবনরহস্য উন্মোচনে গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই কৃতী বিজ্ঞানীবাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পেঁপে, মালয়েশিয়ার জন্য রাবার ও বাংলাদেশের পক্ষে পাটের জীবনরহস্য উন্মোচন করে এরই মধ্যে খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশের মাকসুদুল

মাকসুদুল আলম বলেন, “একসময় বাংলাদেশের বিদেশি মুদ্রার একটা বড় অংশই দিতো পাটপাটকে বলা হতো সোনালি আঁশঅথচ আমাদের এই পাট হারিয়ে গেলোআমাদের পাট এবং পাটের প্রধান শত্রু ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে আমরা পুনরায় আমাদের রাজত্ব উদ্ধার করতে পারবোআমাদের কৃষকদের সোনালি দিন ফেরত দিতে পারবো

তিনি বলেন, “এই কাজটি শুধু বাংলাদেশই নয় বরং পাশ্ববর্তী দেশগুলো যেখানে পাট উপান হয় যেমন ভারত, তারাও সুফল পাবেকেননা, এসব অঞ্চলে পাটের শত্রু হিসেবে পরিচিত এই ছত্রাক


জানা গেছে, ২০ বছর আগে বাংলাদেশের বিজ্ঞানীরাই সাদা আঁশের পাটের একটি লাইন (ঠিক জীবন নয় বরং জীবনের একটা অংশ) উদ্ভাবন করেছিলেনসেই পাট সাদা আঁশযুক্ত এবং তা ব্যবহার করতে প্রক্রিয়াজাতকরণের দরকার হয় না; সরাসরি কাপড় তৈরিতে ব্যবহার করা যায়

মাকসুদুল আলম কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাকারে বলেছেন, বাংলাদেশের বিজ্ঞানীরা এত দিন জেনোমবিষয়ক যাবতীয় তথ্য উন্নত বিশ্বের তথ্যভান্ডার থেকে শুধু সংগ্রহই করেছেকিন্তু এখন সে তথ্যভান্ডার সমৃদ্ধ করতে আমাদের অংশগ্রহণ থাকলোবিশ্ব দেখবে আমরা শুধু তথ্য নিই না, দিতেও পারি
পান্থ রহমান, ঢাকা`

রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।।খালেদা জিয়া


ঢাকা, সেপ্টেম্বর ২০
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এই রায়ের ভিত্তিতে আয়োজিত কোনো নির্বাচনে তারা অংশ নেবেন না

বৃহস্পতিবার গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, “আমরা ঘোষণা করছি, সাবেক প্রধান বিচারপতির ওই রায় নৈতিকতা বিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতজনগণ কখনোই তা গ্রহন করবে না

গত বছরের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া ৩৪২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হয়

ওই রায়কে ভিত্তি ধরেই গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে মহাজোট সরকার, যাতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়

এ বিষয়ে দলের অবস্থান জানাতেই বিকালে সংবাদ সম্মেলন ডাকেন বিরোধী দলীয় নেতা

ওই রায়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের স্বাক্ষর করার বৈধ্যতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া বলেন, “নিদর্লীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবেঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির উদ্দেশ্যপ্রণোদিত রায়ের কারণে চলমান আন্দোলনকে কেউ দুর্বল করতে পারবে না

একইসঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ার করেন- নির্দলীয় সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে নাজনগণ তা প্রতিহত করবে

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য সরকারকে সংসদে বিল তোলার আহবান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “সরকার যদি সংবিধান সংশোধনের বিল পাস না করে, তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে

অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি টি এইচ খান, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

নয় মাস জেল খেটে ভারত ফেরত গেলেন ভানু


২০ সেপ্টেম্বর, ঢাকা:
ভারতের ভূখন্ডে বাংলাদেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী ঢুকে পরা নিত্যদিনের ঘটনাআর তেমন ঘটনায় বাংলাদেশি আটক হওয়ার ঘটনাও ঘটে হরহামেশাইতবে এবারে বাংলাদেশের ভূখন্ডে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রথমে গ্রেফতার এবং পরে হাজত খেটেছে এক ভারতীয় নাগরিক

ভানু কোচ (২৮) নামের ওই ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে প্রায় ৯ মাস কারাবরণ করেছেনআর ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে

দুপুরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ পতাকা বৈঠক করে ভানু কোচকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় কতৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়

জানা গেছে, ভানু কোচ, ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলার বারেঙ্গাপাড়া এলাকার চান্দুভুই গ্রামের সুদ্রা কোচের ছেলেতিনি গত ১০ জানুয়ারি নালিতাবাড়ী সীমান্তের সমেশ্চুড়া এলাকা দিয়ে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে যায়সে সময় বাংলাদেশের সীমান্তরক্ষী ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ওই সময় তার বিরুদ্ধে মামলাও হয় এবং সেই মামলার কারণেই শেরপুর কারাগারে ভানু ৯ মাসের মতো কারাভোগ করেনআজ তিনি মুক্তি পান

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে তাকে ফেরত পাঠানো ও নেওয়া নিয়ে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়

বিজিবির ২৭ ডিকোম্পানীর হাতিপাগার ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল কাদের ও বিএসএফ এর ১৩২ বিএসএফ ডিকোম্পানীর ইন্সপেক্টর দিপক মেমোরিয়া দুই দেশের পতাকা বৈঠকে নেতৃত্ব দেনতবে বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি‘‘
পান্থ রহমান, ঢাকা

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

দ্রুতই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেই টিকফা চুক্তির ভবিষ্যত নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস
পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সংগঠনের আয়োজনে দুই দিনের মিনাবাজারউদ্বোধনের পর সচিব বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সময়ই পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠক হবেআর তখনই টিকফা চুক্তিসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচিত হবেতবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিতব্য প্রথম আনুষ্ঠানিক বৈঠক সম্পর্কে জানতে চাইলে, তেমন কিছু বলতে রাজি হননি তিনিজানিয়েছেন, ওই বৈঠকটি নিতান্তই কারিগরিভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন উল্লেখ করে মিজারুল কায়েস বলেন, ঝুলে থাকা বিষয়গুলো দ্রুত সমাধানই আলোচনার উদ্দেশ