পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

তিনটি উচ্চ পর্যায়ের সফর নিয়ে ব্যস্ত পররাষ্ট্রমন্ত্রনালয়

হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের এজেন্ডায় প্রাধান্য পাবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের উন্নয়নের বিষয়টি। আর সেদিকে লক্ষ রেখেই চলছে এজেন্ডা নির্ধারণের কাজ।
সকালে সফররত বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। 

দ্বিপাক্ষিক ওই বৈঠকে বেলারুশের সঙ্গে কৃষি ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণসহ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ে ঐক্যমত হয়। কৃষি খাতে বেলারুশের সামর্থ কাজে লাগনোর জন্য তাদের সহযোগিতা নেওয়ারও চিন্তা চলছে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, শুধু রাজনৈতিক ও কূটনৈতিকই নয় বরং দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোরও চিন্তা চলছে। আর সে কারণেই বেলারুশের ফুটবল দলছে ঢাকায় আনার চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্র সচিব।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা‘র ঢাকা সফরের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা।
পান্থ রহমান

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

পরাজয় দিয়ে শুরু ডেভিস কাপ

ইরান টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ডেভিস কাপ এশিয়া-ওশানিয়া অঞ্চল গ্র“প-৩ প্রতিযোগিতা ২০১২ এর আজকের খেলায় বাংলাদেশ ডেভিস কাপ দল রেলিগেটেড রাউন্ডের খেলায় ভিয়েতনামের নিকট ২-১ ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম এককে বাংলাদেশের রঞ্জন রাম ৩-৬, ০-৬ গেমে হেরে যায় এবং দ্বিতীয় এককে বাংলাদেশের অমল রায় ১-৬, ০-৬ গেমে পরাজিত হয়। ফলে দ্বৈতের পূর্বেই বাংলাদেশ ০-২ ম্যাচে হেরে যায়। বিকালের দ্বৈতে বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটি ৩-৬, ৭-৫, ৭-৫ গেমে জয় লাভ করলেও দু’টি এককে হেরে বাংলাদেশ ১-২ ম্যাচে ভিয়েতনামের নিকট হেরে যায়। আগামীকাল বাংলাদেশ কিরঘিজস্তান এর বিরুদ্ধে খেলবে।
সম্পাদনা: পান্থ রহমান


হিলারির সফর দুই দেশের সম্পর্কে অগ্রগতি আনবে


হিলারী ক্লিনটনের ঢাকা সফর দুই দেশের সম্পর্কে অভাবনীয় অগ্রগতি আনবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা
শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২- এ বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দিনের সফরে আগামী ৫ মে ঢাকা আসছেন হিলারি
তরুণ নেতৃত্ব সম্মেলন ২০১২ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিনা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সকল বিষয়ই আলোচিত হবেতবে এই সফরেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি টিকফাসই হবে কি না সে প্রশ্নের কোন জবাব দেননি মজিনা
পান্থ রহমান

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বেলারুশ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপের দেশ বেলারুশ। সফররত বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক আজ পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে দেখা করে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
বেলারুশের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে তাদের সোয়া একশ’ মিলিয়ন ডলারের বাণিজ্য আছে। এই বাণিজ্য সম্প্রসারণের চিন্তা করছে তারা। সেক্ষেত্রে কোন কোন খাতে বাণিজ্য সম্প্রসারিত হতে পারে তার সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানান আলেইনিক। আর সে জন্যই তার এই সফরেই অর্থ, বাণিজ্য ও কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। কৃষি প্রধান বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতাও যাচাইয়ের ইচ্ছার কথা জানান আলেইনিক।
পান্থ রহমান

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

আসছেন পাঁচ ভিআইপি!

আগামী দেড় সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফর করবেন বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচ ব্যক্তি; বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই এফ আলেনিক, ডি-৮-এর (উন্নয়নশীল দেশগুলোর জোট) মহাসচিব ড. উইডি এ প্রেটিক্টো, জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়বাংলাদেশের জন্য এই তালিকার শেষ তিনজন 'মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে পরিচিত। বাকি দু’জন সচিব পযায়ের। বিশেষজ্ঞরা বলছেন, তাদের এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ


কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ২৮ এপ্রিল, শনিবার দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই এফ আলেনিকথাকবেন মঙ্গলবার পর্যন্তওই দিনই মানে ১ মে‘তেই ঢাকায় আসছেন ডি-৮-এর বিদায়ী মহাসচিব ড. উইডি এ প্রেটিক্টো
৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ৩ মে ঢাকায় আসছেন জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা থাকবেন দুই দিন

আর এর পরই আগামী ৫ মে দ্বিপক্ষীয় সফরে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনবৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর তার সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।


আর রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ওই একই দিন; ৫ মে রাতে ঢাকায় আসছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়পরদিন সমাপনী অনুষ্ঠান
হিলারি ও প্রণব দুজনই ফিরে যাবেন ৬ মে
জানা গেছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাসূচি চূড়ান্ত হয়েছেআলোচনা হবে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে। এছাড়া আগামী ২ থেকে ৫ মে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবি’র বার্ষিক বৈঠকেই আলোচনা হবে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রনব মুখারজির।
ইতিমধ্যে হিলারির সফরের জোর প্রস্তুতি শুরু হয়েছেসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হিলারির সফর উপলক্ষে রাজধানীর একাধিক পাঁচ তারকা হোটেলে শতাধিক রুম বুকিং নেওয়া হয়েছে আজ-কালের মধ্যেই সেগুলো বুঝে নেবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। হিলারির বৈঠকে টিকফা ও নিরাপত্তা সহযোগিতা আলোচিত হওয়ার সম্ভবনা আছে।
এনিয়ে প্রস্তুতি চলছে। আলোচনায় বারবার স্থান পেয়েছে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) এবং সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের আগ্রহসন্ত্রাসবাদ, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বৃহ পরিসরে বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি করতেও যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী ৫ থেকে ৮ মে ঢাকা, কলকাতা ও দিল্লি সফর করবেন চীন থেকে তিনি ঢাকায় আসবেনঢাকায় বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি সাক্ষা করবেন এ সময় তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যু পর্যালোচনা করবেন দিল্লিতে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আলোচনা করতে পারেন বলে শোনা যাচ্ছে।
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন উদ্বেগ জানাচ্ছে তখনই আসছেন হিলারী। আছে রাজনৈতিক অস্থিরতা। তাছাড়া আগামী নির্বাচন কার অধীনে হবে, তা নিয়ে মতবিরোধ ‍আছে। ধারণা করা হচ্ছে এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। কেননা, যুক্তরাষ্ট্র সব সময়ই দুই দলকে আলোচনায় বসার তাগিদ দিয়ে এসেছে।
পান্থ রহমান

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

দেশে ফিরেছেন পাইলট রাশেদ

কূটনৈতিক তৎপরতায় মাত্র একদিনের ব্যবধানেই দেশে ফিরেছেন প্রশিক্ষণ বিমান নিয়ে দূর্ঘটনায় পরা ফ্লাইট ক্যাডেট রাশেদুল ইসলাম। জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।
ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে চড়ে দেশে ফেরেন রাশেদ। এ সময় তাকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমোডর এহসানুল গনি চৌধুরীসহ রাশেদের সহকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাশেদ জানান, বুধবার বিকেল চারটা চার মিনিটে প্রশিক্ষণ বিমান নিয়ে উড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হন তিনি। এরপর দিক হারিয়ে ফেলেন তিনি। পরে জ্বালানী কমে আসলে জরুরী অবতরণে বাধ্য হন। মাটিতে নামার পর তিনি জানতে পারেন, তিনি আছেন ভারতের মুর্শিদাবাদে। সেখান থেকে তাকে স্থানীয় পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের বিমান বাহিনীর সহায়তায় তাদেরই বিমানে করে কোলকাতা হয়ে ফিরে আসেন রাশেদ। দেশে ফিরে রাশেদ জানান, আবহাওয়ার কারণে তার হাতে অন্য কোন অপশন ছিলো না।
পান্থ রহমান

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

এএইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন


এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশমঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-৩ গোলে ওমানকে হারিয়েছে
বাংলাদেশের জয়ের নায়ক কৃষ্ণ কুমারতিন গোল করেন তিনিআর ডিফেন্ডার মামুনুর চয়ন দুটি গোল করেন
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন লক্ষ্যভেদ করেনঠিক ছয় মিনিট পর সেই চয়নই একইভাবে ব্যবধান দ্বিগুন করেন
এর পরই শুরু হয় কৃষ্ণ কুমারের পালা২৬ মিনিটে কৃষ্ণ কুমার বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন৩৮ মিনিটে তিনিই করেন চতুর্থ গোলদুটি গোলই তিনি করেন ফিল্ড অ্যাটাক থেকে
ম্যাচের ৪৮ মিনিটে ইকবাল নাদির প্রিন্স এবং ৬৫ মিনিটে কৃষ্ণ কুমার বাংলাদেশের পক্ষে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ গোল করেন এই জয়ে এএইচএফ কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ২০০৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ওমানকে ৭-১ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ
ফাইনালে খেলা নিশ্চিত করেই বাংলাদেশ উঠে যায় এশিয়া কাপের মূল পর্বেফাইনাল ২০১৩ সালে; সিঙ্গাপুরে।
এর আগে বাংলাদেশ সেমি-ফাইনালে ৫-৩ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিতেছে গ্রুপের সবকটি ম্যাচইপ্রথম ম্যাচে তারা ৪-২ গোলে চাইনিজ তাইপেকে, দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে সিঙ্গাপুরকে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ
সম্পাদনা: পান্থ রহমান

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

সাড়ে তিনশ ইউনিয়নে গ্রাম আদালত চালু

অল্প খরচ আর স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালতকে দ্রুত কার্যকর করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। আর এবিষয়ে সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টিতে মিডিয়াকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। ‘গ্রাম আদালত কার্যকর করতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনীতে প্রতিমন্ত্রী বলেন, আদালত ঠিকমতো কাজ করছে কিনা কিংবা আদালত কোনভাবে পক্ষপাত করছে কিনা তা দেখতে মিডিয়াকে ওয়াচডগের ভূমিকা নিতে হবে। প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে ১৪টি জেলার ৫৬ উপজেলার সাড়ে তিনশ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠনের মাধ্যমে বিচার ব্যবস্থা সক্রিয় করার কাজ চলছে। তিনি বলেন, ২০০৬ সালে গ্রাম আদালত আইনটি তৈরি হলেও এখনও পর্যন্ত কার্যকর করা সম্ভব হচ্ছেনা। বিশেষ করে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা না থাকায় গ্রাম আদালত কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। একই রকম সহযোগিতা প্রত্যাশা করেন কর্মশালায় সহযোগি দুই প্রতিষ্ঠান ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। কর্মশালায় বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
পান্থ রহমান

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

স্মৃতি একাত্তরে টালী ও সাইমন

যুদ্ধাপরাধীদের বিচারে চার দশক কোন বেশি সময় নয় বলে মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাভার করা সাংবাদিক মার্ক টালী ও সাইমন ড্রিং। তারা জানান, প্রমান হিসেবে তাদের প্রতিবেদনগুলোও কাজে আসতে পারে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে এই দুই সাংবাদিক জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখনও তাদের হৃদয়ে গেঁথে আছে।
মুক্তিযুদ্ধকালিন সময়ে বাংলাদেশের পাশে দাড়ানো বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর ক’দিন বাদেই আবারও ঢাকায় সেই সময়ে যুদ্ধ কাভার করতে আসা দুই বিদেশি সাংবাদিক মার্ক টালী আর সাইমন ড্রিং। একাত্তরে বাংলাদেশকে সহযোগিতার জন্য আবারও তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আয়োজন ‘স্মৃতি একাত্তর’-এ যোগ দেন এই দুই সাংবাদিক। জানান, তাদের স্মৃতিতে একাত্তর এখনও উজ্জল।
বিশেষ করে যুদ্ধকালিন সময়ে ভারত ও বাংলাদেশে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাভার করা বিবিসি’র সাংবাদিক মার্ক টালী বলেন, তিনি বিশ্ববাসীকে দেখাতে পেরেছিলেন কিভাবে ঘটনাগুলো ঘটছে। সেই সময়ে ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকার হয়ে যুদ্ধ কাভার করতে আসা সাইমন ড্রিং বলেন, আমি স্মৃতি কাতর হয়ে পড়েছিলাম। আমি পাকিস্তানী সেনাদের দেখেছি বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলতে, পুড়িয়ে ফেলতে আর ঠিক নয় মাস যুদ্ধের পর একই ঘটনা ঘটতে দেখেছি। তবে সেবার পতাকাটি বদলে গিয়েছিলো। এবারে মুক্তিকামী বাংলাদেশের মানুষ পাকিস্তানের পতাকা নামিয়েছে বিভিন্ন বিল্ডিংয়ের ওপর থেকে। সেগুলো পুড়িয়ে ফেলেছে ক্ষোভে।
২৫ মার্চের কালো রাতের ঘটনা সবার আগে তিনিই প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন। তাই সাইমন ড্রিংয়ের কথায় উঠে আসে সেই ভয়াল রাতের বর্ণনাও। তিনি বলেন, ওই রাতে পাকিস্তানীরা ছিলো বর্বরোচিত।
আলোচনায় ওঠা প্রশ্নের জবাবে এই দুই সাংবাদিকের প্রায় একই মত, মানবতা বিরোধী অপরাধের বিচার চলতেই পারে। মার্ক টালী বলেন, সময় যাই হোক প্রমান থাকলে বিচার চালিয়ে যেতে সমস্যা তো নেই। সাংবাদিক সাইমন ড্রিং বলেন, আমি জানিনা আমি এ কাজে কতটা সহযোগিতা করতে পারবো। তবে আমি এবং ওই সময়ে আমার অন্য সহকর্মীরা যে সব প্রতিবেদন তৈরি করেছি এবং প্রকাশ করেছি সেগুলো হয়তো কোন কাজে আসতে পারে।
স্মৃতিচারণের পাশাপাশি ছিলো কবিতা-গানের বিশেষ আয়োজন।
পান্থ রহমান

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

বাংলাদেশ সুনামি প্রবন নয়!

অবস্থানগত কারণেই বাংলাদেশ সুনামি প্রবণ নয়, তবে ভূমিকম্পের দিক দিয়ে বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ। ভূতত্ত্ববিদ অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন, মধুপুর ফাঁটলে সাড়ে সাত মাত্রার ভূমিকম্পেই মুহূর্তে ভেঙে পড়তে পারে ঢাকা শহরের দেড় লাখ ভবন। তার শঙ্কা ভূমিকম্প পরবর্তী দ্রুত উদ্ধার কাজে নামার প্রয়োজনীয় প্রস্তুতি বাংলাদেশের নেই।
ভূতত্ত্ববিদদের মতে, ভূমিকম্পের পুর্বাভাস হয় না। সুনামি হয় ভূমিকম্পের পর খুব কম অল্প সময়ের মধ্যে। সর্বশেষ বুধবারের ভূমিকম্পের পর সুনামির শঙ্কায় রাতভর নির্ঘূম কেটেছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মানুষের। সুনামি আঘাত হানতে পারে এমন শঙ্কা ছিলো বাংলাদেশসহ ২৮টি দেশে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মহীসোপানের ভিন্নতার কারণেই বঙ্গোপসাগরে সুনামির শঙ্কা কম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল জানান, বাংলাদেশের মহিসোপান অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ফলে ওই পরিমান মহিসোপানকে অতিক্রম করে সুনামির আঘাত হানা কঠিন। তার আগেই সুনামি দূর্বল হয়ে পরে।
ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ বরং ভূমিকম্পপ্রবণ। যেখানে ত্রিশ সেকেন্ডের কম্পনে ঘটে যেতে পারে মহাদূর্যোগ। সার্বিক দুর্যোগ-ব্যবস্থাপনা কর্মসূচির তথ্য উল্লেখ করে তিনি বলেন, সাড়ে ৭ মাত্রার এক ভূমিকম্পনে ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে ঘটবে রীতিমতো ধ্বংসযজ্ঞ।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, মধুপুর প্লেট বা ফাটলে মাত্র সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৭২ হাজার বহুতল ভবন মুহুর্তে ভেঙে পরবে। শুধু তাই নয় আরও প্রায় ৮৫ হাজার ভবন এমন ভাবে ভাঙবে যে সেগুলো আর ব্যবহারের উপযুক্ত থাকবে না। কামাল বলেন, পূর্বাঞ্চলীয় প্লেট বা ফাটলে যদি কোন কারণে একই মাত্রার ভূকম্পন হয় তাহলে চট্টগ্রামের পৌনে দুই লাখ ভবনের মধ্যে সোয়া লাখ বহুতল ভবন অস্তিত্বহীন হয়ে যাবে। ভূকম্পনের কেন্দ্র বা উৎপত্তিস্থল যদি সিলেটে হয় তবে বহুতল ভবন ভেঙে পরার সংখ্যা প্রায় হাজার পঁচিশের কাছাকাছি দাড়াবে।
ভূতত্ত্ববিদরা জানান, পুরাতন ভনগুলো তো বটেই ঢাকা শহরের নতুন বহুতল ভবনগুলোর বেশিরভাগই ‘বিল্ডিং কোড’ মেনে তৈরি হয়নি। আর সে কারণে ছয় মাত্রার ভূমিকম্পও হতে পারে বড় ক্ষতির কারণ।
পান্থ রহমান

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

গণতন্ত্রের স্বার্থেই নির্বাচনের পথ খুঁজে বের করুন ॥ মার্কিন রাষ্ট্রদূত

গণতন্ত্র সমুন্বত রাখতে আগামী নির্বাচনের সঠিক পথ বা ভিত্তি খুঁজে বের করতে সব দলকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক আলোচনায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে মার্কিন রাষ্ট্রদূত যথেষ্ট গুরুত্ব দেয়।
জাতীয়তাবাদী দল, বিএনপি ভিত্তিক প্ল্যাটফর্ম জি-নাইনের করা আয়োজন ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: আকাশচুম্বি সম্ভবনা’ শীর্ষক আলোচনা। বিএনপির নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শমসের মবিন চৌধুরী, মইন খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানসহ অনেকে। এদের বাইরেও ছিলেন সমমনা রাজনীতিক, সাংবাদিক, কূটনীতিক ও সুশিল সমাজের প্রতিনিধি। এই আয়োজনের অতিথি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি ধরে রাখতে বা সমুন্বত রাখতে প্রয়োজন আগামী নির্বাচনের জন্য সঠিক একটি ভিত্তি স্থাপন করা। আর তার জন্যে সব দল এক সঙ্গে বসতে পারে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
লিখিত বক্তব্যের পর ড্যান মজিনা উত্তর দেন বিএনপি নেতাদের প্রশ্নেরও। বিএনপি নেতাদের প্রশ্নের মধ্যে ঘুরেফিরে আসে, খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে করা মামলা, নির্বাচনের পদ্ধতিসহ রাজনৈতিক ইস্যুগুলোই। তবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিনির করা প্রশ্নের জবাবে মজিনা বলেন, আমরা বিচারটি খেয়াল করছি। বেশ কিছু রাজনৈতিক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশ্নগুলো এড়িয়ে গেলেও ড্যান ডাব্লিউ মজিনা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির কারণেই গণতন্ত্রের উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানীর দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে এক নম্বর হওয়ার যোগ্যতা রাখে।
ড্যান মজিনা বলেন, বিশ্ব নিরাপত্তা, আঞ্চলিক ও বিশ্ব শান্তি মতো নানান কারণে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।
পান্থ রহমান

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

বিএনপির অবস্থান ন্যাক্কারজনক॥পররাষ্ট্রমন্ত্রী

সমুদ্রসীমা মামলার জয় নিয়ে বিএনপি’র ইউটার্নকে ‘দূর্ভাগ্যজনক’ ও ‘ন্যাক্কারজনক’ বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ডাক্তার দীপু মনি। তাঁর মতে, তারা ব্যর্থ হওয়ায় অন্য দলের সাফল্য মেনে নিতে পারছেনা বিএনপি। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, এ মাসের শেষ দিকে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ঢাকায় আসছেন একটি দ্বিপাক্ষিক সম্মেলনে অংশ নিতে।
১৪ মার্চ মিয়ানমারের বিপক্ষে সমুদ্রসীমা জয়ের পর প্রধান বিরোধী দল বিএনপি আনুষ্ঠানিকভাবেই ধন্যবাদ জানিয়েছিলো পররাষ্ট্রমন্ত্রনালয় এবং সংশ্লিষ্টদের। তবে মাস ঘুরতে না ঘুরতেই বদলে যায় বিএনপির অবস্থান। সমুদ্রে বাংলাদেশের পূর্ণাঙ্গ জয় হয়নি উল্লেখ করে বিএনপি নেতারা একে বলছেন ‘শুভঙ্করের ফাঁকি’। বিএনপির এই ইউটার্নকে পররাষ্ট্রমন্ত্রী তুলনা করেছেন ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গে’র সঙ্গে। মন্ত্রী বলেছেন, এই রায় গোপন নয়, চাইলেই পাওয়া যায় ওয়েবসাইটে।
পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, বিএনপি নিজেরা কাজটি করতে পারেনি আর তাই তাদের ব্যর্থতা ঢাকবার জন্যই এখন তারা দেশের অর্জনকে ছোট করে দেখছে। মন্ত্রী বলেন, এটি দূর্ভাগ্যজনক। জাতি যখন আনন্দ করছে বিরোধী দল তখন সেই আনন্দের সঙ্গে ঐক্যমত হতে পারছে না।
এ মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন দেশেরই সেনা অবস্থান নেই।
ডাক্তার দীপু মনি বলেন, আমাদের দেশে কোন দেশের সেনা নেই এবং আমরা রাখতেও চাইনা। মন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্যে মন্ত্রী পর্যায়ে একটি কমিশন গঠনের চিন্তা চলছে। যে ফোরামের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা চলতে পারে।
প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য কাঠামো চুক্তি বা টিকফা প্রায় চূড়ান্ত হয়েছে।
পান্থ রহমান

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

ফিরিয়ে নিলাম ‘ধন্যবাদ’


সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো ধন্যবাদ ফিরিয়ে নিয়েছে বিএনপি
গোলটেবিল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর সঠিক তথ্য-উপাত্ত না জেনেই তারা ধন্যবাদ জানিয়ে বসেছিলেন, যা এখন তা সংশোধন করা প্রয়োজন।
ফখরুল অভিযোগ করেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার সমুদ্র জয়ের নামে উসব করছে। তিনি বলেন, সমুদ্র জয় যেভাবে সারাদেশকে নাড়া দিয়েছে, তাতে আমরা বিভ্রান্ত হয়েছিলামপ্রথমে না জেনে সরলভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলামপরে আমরা যখন বিষয়টি জানলাম, তাতে মনে হয়েছে পুরোটাই শুভঙ্করের ফাঁকিএখন আমাদের অবস্থান ঠিক করছি।
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর ১৪ মার্চ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি একে বিরাট বিজয় উল্লেখ করে বলেছিলেন, আমরা যা চেয়েছি, তা সবই পেয়েছিবঙ্গোপসাগরে এক লাখ সাত হাজার বর্গকিলোমিটার চেয়ে আমরা পেয়েছি এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার অথচ তা হয়নি বলেই মনে করে বিএনপি। সেই সময় বিএনপি অভিনন্দনও জানায় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে
এই প্রসঙ্গ টেনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত রায়ে প্রাপ্তি-অপ্রাপ্তি শীর্ষক গোল টেবিল বৈঠকে মির্জা ফখরুল বলেন, আমরা সব কিছুর রাজনীতিকীকরণ করতে চাইনি বলেই বিরোধী দলীয় নেতা সংসদে সরকারকে এবং আমি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতাদের ধন্যবাদ জানিয়েছিলামআমরা মনে করেছি, সত্যিই সমুদ্র বিজয় হয়ে থাকলে সরকারের ধন্যবাদ প্রাপ্য কিন্তু পরে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তথ্য-উপাত্ত থেকে জানতে পেরেছি, এটা শুভঙ্করের ফাঁকি।
প্রধানমন্ত্রী যখন ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয়ের জন্য আবার ভোট চাইলেন, তখনই সমুদ্র জয়ের আসল রহস্য স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ফখরুল এ রকম একটি বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আগে সরকারের আরো প্রস্তুতি নেওয়া উচি ছিল বলেও তিনি মন্তব্য করেন
এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম রেজাউল করিম চৌধুরীএতে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়টি মিয়ানমারের জন্য ঐতিহাসিক এক বিজয়, বাংলাদেশ জন্য নয়
আলোচনায় অংশ নেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাংবাদিক আতাউস সামাদ, ফরহাদ মাজহার, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, অধ্যাপক আবদুর রব, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক বোরহান উদ্দিন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, অধিকারের আদিলুর রহমান খান প্রমূখ।
সম্পাদনা: পান্থ রহমান

দ্রতই সমুদ্র নীতিমালা

নিজেদের সমুদ্রসীমায় থাকা সম্পদ রক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত ‘জাতীয় সমুদ্র নীতিমালা’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিস আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী বলেন, সমুদ্র সীমানা রক্ষনাবেক্ষণে সঠিক পরিকল্পনার পাশাপাশি প্রয়োজন দক্ষতা অর্জন ও দক্ষ জনসম্পদ। সেমিনারেরর মূল বক্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম এবং বিশেষ অতিথি নৌ বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ বলেন, সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সরকারী সহযোগিতা। মন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন।
পান্থ রহমান

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

জনগণের প্রত্যাশা অনুযায়ি নির্বাচন করুণ ॥ মার্কিন আন্ডার সেক্রেটারী

জনগণের প্রত্যাশা অনুযায়ি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে ছোট-বড় সব দলকে পরামর্শ দিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারী উইন্ডি শেরমেন। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে  বৈঠক শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের রাস্তা রাজনীতিকদেরই খুঁজে বের করতে হবে। এছাড়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এই আন্ডার সেক্রেটারী।
সকালে গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়ায় ডক্টর মুহাম্মদ ইউনুসকে না রাখার সরকারী সিদ্ধান্ত নিয়ে তিনি কোন মন্তব্য না করলেও পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে বৈঠক শেষে শেরমেন কথা বলেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে। বলেছেন, জনগণের স্বার্থে হতে হবে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ নির্বাচন এবং এর জন্য ছোট-বড় সব দলকে পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন সফররত মার্কিন আন্ডার সেক্রেটারী।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ পদমর্মাদার এই নারী কর্মকর্তা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও গ্রহযোগ্য নির্বাচনের জন্য একটি পথ সব রাজনৈতিক দল মিলেই খুঁজতে হবে
বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে বৈঠকে আলোচনায় উঠে আসে দুই দেশের সম্পর্ক এবং সহযোগিতার নানা দিক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেরমেন বলেন, গণতন্ত্র ও জনগণের খাতিরেই সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করা উচিত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারী উইন্ডি শেরমেন বলেন, আমার পরামর্শ হলো, নেতাদেরই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সঠিক  পথটা খুঁজে বের করতে হবে। আর এক্ষেত্রে তারা সকলে একত্রে বসতে পারে এবং নির্বাচনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারে। নির্বাচনের পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে যে সব উদাহরণ রয়েছে সেগুলো পর্যালোচনা করে সেখান থেকে বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতিটি তারা গ্রহণ করতে পারে। তারা কে কোন দলের সেটা বিবেচনা না করে বরং জনগণ কী চায় সেটাই নেতাদের বিবেচনা করা উচিত।
বাংলাদেশের নতুন করে কোন মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান এই আন্ডার সেক্রেটারী। উইন্ডি শেরমেন বলেন, তবে যারা এই মুহুর্তে আছে তারা এদেশে দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা দেবে।
তিনি জানান, নিরাপত্তা ইস্যু নিয়েও কথা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
আন্ডার সেক্রেটারী বলেন, তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারীসহ একটি প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের জন্য আগামী ১৯ এপ্রিল ঢাকা আসছে। সন্ত্রাস মোকাবেলায় দৃঢ় ভূমিকার জন্য বাংলাদেশ প্রশংসা পাওয়ার যোগ্য।
শেরমেন জানান, সুশাসন, দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সন্ধ্যায় শেরমেন দেখা করেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও। সেখানেও তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচনের জন্য সঠিক ও উপযুক্ত পদ্ধতি বের করে আনার আহ্বানও জানান তিনি।
ওয়েন্ডি শেরম্যান দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা আসেনতিনি ভারত ও নেপাল সফর করে এখানে আসেন
পান্থ রহমান, ঢাকা

মানিকগঞ্জে মার্কিন আন্ডার সেক্রেটারী

শিগগিরই গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকসহ নতুন পরিচালনা পর্ষদ দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন আন্ডার সেক্রেটারী উইন্ডি শেরমেন মানিকগঞ্জের একটি গ্রামে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহিতাদের সঙ্গে দেখা করে বলেছেন, গ্রামীণ ব্যাংক ভালোমতোই চলছে এবং এটাই তাদের চাওয়া।
চৈতালি তাপদহের মাঝে হঠাৎই ঝুম বৃষ্টি। শুক্রবারের সকালটা তাই অন্যরকম। এরই মাঝে মানিকগঞ্জের কাটিগ্রামে পৌঁছালেন বাংলাদেশ সফরে আসা মার্কিন আন্ডার সেক্রেটারী উইন্ডি শেরমেন। গ্রামে ঢুকেই পেলেন স্কুল পড়–য়াদের স্বাগতবার্তা। পেলেন ফুলেল শুভেচ্ছাও।
গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতাদের হালচাল জানতেই তার এই গ্রামে আসা। শুনলেন, গ্রামীণ ব্যাংক কিভাবে তাদের জীবন বদলে দিয়েছে। নিজেও শোনালেন তার দেশের গল্প।
এক সময়ের হতদরিদ্র এই মানুষগুলোর স্বচ্ছল হয়ে ওঠার গল্প মুগ্ধ করে উইন্ডি শেরমেনকে। বদলে যাওয়া জীবনের আনন্দানুভূতির সঙ্গে মিশে যান তিনি। ঢেঁকিতে ধান ভানা কিংবা ঋণ গ্রহিতার বাড়ির পিঠা খেয়ে একাত্ম হন তাদের আনন্দের সঙ্গে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইন্ডি শেরমেন জানান, ডক্টর মুহাম্মদ ইউনুসের গড়া এই গ্রামীণ ব্যাংক মানুষের জীবন পাল্টে দিয়েছে।
মার্কিন আন্ডার সেক্রেটারী উইন্ডি শেরমেন বলেন, গ্রামীণ ব্যাংক এখন পুরোদমে কাজ করছে এবং সাধারণ মানুষকে তাদের সহযোগিতা করা অব্যাহত রেখেছে এবং এটাই সবচে গুরুত্বপূর্ণ। তিনি  আরও বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নামের যে প্রতিষ্ঠানটি শুরু করেছিলো তার একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। প্রতিষ্ঠানটির সুনামও আছে আন্তর্জাতিক মহলে এবং সে কারণেই আমরা বিষয়টিকে অন্তত গুরুত্ব দিচ্ছি।
গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়ায় ডক্টর মুহাম্মদ ইউনুসকে না রাখার সরকারী সিদ্ধান্ত নিয়ে তার মত জানতে চাওয়া হলে শেরমেন এ নিয়ে কোন মন্তব্য করেননি। তবে বলেছেন, গ্রামীণ ঠিক পথে এগুবে, এটাই তারা দেখতে চান।
উইন্ডি শেরমেন বলেন, দীর্ঘ মেয়াদে এবং যত দ্রুত সম্ভব গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব নির্বাচিত হবে; এটাই আন্তর্জাতিক মহলের চাওয়া।
মার্কিন আন্ডার সেক্রেটারী জানান, আজ আমরা দেখতে এসেছি গ্রামীণ ব্যাংক আসলে মানুষের জন্য কতটা কী করছে। শিশুদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে কিংবা নারী-পুরুষের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে তাদের ভবিষ্যত গড়তে অথবা তাদের উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করতে তারা কতটা সহযোগিতা করছে, সেটাই আমাদের কাছে গুরুত্বের।
পরে ঋণগ্রহিতা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মার্কিন আন্ডার সেক্রেটারী।
পান্থ রহমান, মানিকগঞ্জ থেকে ফিরে

রবিবার, ১ এপ্রিল, ২০১২

৫ মে ঢাকা আসছেন প্রণব মুখার্জি

ঝুলে থাকা সমস্যাগুলো সমাধানে আলোচনার উদ্দেশে আগামী ৫ মে ঢাকায় আসছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, গত সেপ্টেম্বরে হয়ে যাওয়া দ্বিপাক্ষিক চুক্তি এবং চুক্তির অগ্রগতি পর্যালোচনা হবে তাঁর সফরে। একই ইস্যুতে এর পরপরই দিল্লী সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের পর গেলো বছরের সেপ্টেম্বরে ঢাকা সফর করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ওই সফরেই দুই দেশের মধ্যে স্বাক্ষর একটি কাঠামো চুক্তি। ওই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ঝুলে থাকা বিষয়গুলো সুরাহা করার বিষয়টি উল্লেখ ছিলো। ফরেন সার্ভিস একাডেমির ষোড়শ বিশেষ কোর্সে নিজের লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মাসেই এ নিয়ে আবার আলোচনা হবে। ডাক্তার দীপু মনি জানান, ৫ মে ঢাকায় আসবেন ভারতের সিনিয়র রাজনীতিবিদ এবং অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত সমপনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে এই সফরে প্রণব মুখার্জি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং আমার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সে সময় দুই দেশের মধ্যে যতগুলো বিষয় আছে সবই আলোচনায় থাকবে। মন্ত্রী জানান, আগামী মাসের প্রথম দিকেই দিল্লী সফর করবেন তিনি নিজেও। সে সময় ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক হবে তার। মন্ত্রী বলেন, সেপ্টেম্বরে সই হওয়া দুই দেশের মধ্যে কাঠামো চুক্তির বর্তমান অবস্থা পর্যালোচনা হবে ওই বৈঠকে। এছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াদি আলোচনা হবে।
সমুদ্রসীমা ইস্যুতে ভারতের সঙ্গে সালিশি সমাধান নাকি আলোচনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যাই হোক বাংলাদেশের ন্যয্যতা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ। ডাক্তার দীপু মনি বলেন, ভারতের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশের দরজা খোলা আছে। আলোচনা হতে পারে। তবে যেহেতু বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে ন্যয্যতার প্রশ্নে জয় পেয়েছে এবং ন্যয্যতার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে সেহেতু ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা হতে পারে এবং সেটা আমরা জানি। সে কারণে আলোচনায় বসে নিজেদের প্রাপ্তি নিশ্চিত হওয়া গেলে মামলা প্রত্যাহার করা যেতে পারে। তবে তার আগে নিশ্চিত হতে হবে আমরা আমাদের ন্যয্য অংশ পাচ্ছি। মন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে যে আমরা ন্যয্য অংশ পাচ্ছি ততদিন পর্যন্ত আদালতের কার্যক্রম চলতেই পারে।
এছাড়া নৌ প্রটোকল নিয়ে ওঠা বিতর্ক নিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার কোন ব্যাক্তি নয়। তিনি জানান, সরকার একটি অঞ্চলভিত্তিক বৃহত্তর ফ্রেমওয়ার্কের আওতায় প্রটোকলটিকে চিন্তা করছে।
পান্থ রহমান