পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বেলারুশ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপের দেশ বেলারুশ। সফররত বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক আজ পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে দেখা করে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
বেলারুশের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে তাদের সোয়া একশ’ মিলিয়ন ডলারের বাণিজ্য আছে। এই বাণিজ্য সম্প্রসারণের চিন্তা করছে তারা। সেক্ষেত্রে কোন কোন খাতে বাণিজ্য সম্প্রসারিত হতে পারে তার সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানান আলেইনিক। আর সে জন্যই তার এই সফরেই অর্থ, বাণিজ্য ও কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। কৃষি প্রধান বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতাও যাচাইয়ের ইচ্ছার কথা জানান আলেইনিক।
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন