পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

এএইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন


এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশমঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-৩ গোলে ওমানকে হারিয়েছে
বাংলাদেশের জয়ের নায়ক কৃষ্ণ কুমারতিন গোল করেন তিনিআর ডিফেন্ডার মামুনুর চয়ন দুটি গোল করেন
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন লক্ষ্যভেদ করেনঠিক ছয় মিনিট পর সেই চয়নই একইভাবে ব্যবধান দ্বিগুন করেন
এর পরই শুরু হয় কৃষ্ণ কুমারের পালা২৬ মিনিটে কৃষ্ণ কুমার বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন৩৮ মিনিটে তিনিই করেন চতুর্থ গোলদুটি গোলই তিনি করেন ফিল্ড অ্যাটাক থেকে
ম্যাচের ৪৮ মিনিটে ইকবাল নাদির প্রিন্স এবং ৬৫ মিনিটে কৃষ্ণ কুমার বাংলাদেশের পক্ষে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ গোল করেন এই জয়ে এএইচএফ কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ২০০৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ওমানকে ৭-১ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ
ফাইনালে খেলা নিশ্চিত করেই বাংলাদেশ উঠে যায় এশিয়া কাপের মূল পর্বেফাইনাল ২০১৩ সালে; সিঙ্গাপুরে।
এর আগে বাংলাদেশ সেমি-ফাইনালে ৫-৩ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিতেছে গ্রুপের সবকটি ম্যাচইপ্রথম ম্যাচে তারা ৪-২ গোলে চাইনিজ তাইপেকে, দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে সিঙ্গাপুরকে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ
সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন