পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

দেশে ফিরেছেন পাইলট রাশেদ

কূটনৈতিক তৎপরতায় মাত্র একদিনের ব্যবধানেই দেশে ফিরেছেন প্রশিক্ষণ বিমান নিয়ে দূর্ঘটনায় পরা ফ্লাইট ক্যাডেট রাশেদুল ইসলাম। জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।
ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে চড়ে দেশে ফেরেন রাশেদ। এ সময় তাকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমোডর এহসানুল গনি চৌধুরীসহ রাশেদের সহকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাশেদ জানান, বুধবার বিকেল চারটা চার মিনিটে প্রশিক্ষণ বিমান নিয়ে উড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হন তিনি। এরপর দিক হারিয়ে ফেলেন তিনি। পরে জ্বালানী কমে আসলে জরুরী অবতরণে বাধ্য হন। মাটিতে নামার পর তিনি জানতে পারেন, তিনি আছেন ভারতের মুর্শিদাবাদে। সেখান থেকে তাকে স্থানীয় পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের বিমান বাহিনীর সহায়তায় তাদেরই বিমানে করে কোলকাতা হয়ে ফিরে আসেন রাশেদ। দেশে ফিরে রাশেদ জানান, আবহাওয়ার কারণে তার হাতে অন্য কোন অপশন ছিলো না।
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন