পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

সাড়ে তিনশ ইউনিয়নে গ্রাম আদালত চালু

অল্প খরচ আর স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালতকে দ্রুত কার্যকর করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। আর এবিষয়ে সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টিতে মিডিয়াকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। ‘গ্রাম আদালত কার্যকর করতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনীতে প্রতিমন্ত্রী বলেন, আদালত ঠিকমতো কাজ করছে কিনা কিংবা আদালত কোনভাবে পক্ষপাত করছে কিনা তা দেখতে মিডিয়াকে ওয়াচডগের ভূমিকা নিতে হবে। প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে ১৪টি জেলার ৫৬ উপজেলার সাড়ে তিনশ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠনের মাধ্যমে বিচার ব্যবস্থা সক্রিয় করার কাজ চলছে। তিনি বলেন, ২০০৬ সালে গ্রাম আদালত আইনটি তৈরি হলেও এখনও পর্যন্ত কার্যকর করা সম্ভব হচ্ছেনা। বিশেষ করে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা না থাকায় গ্রাম আদালত কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। একই রকম সহযোগিতা প্রত্যাশা করেন কর্মশালায় সহযোগি দুই প্রতিষ্ঠান ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। কর্মশালায় বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন