পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

তিনটি উচ্চ পর্যায়ের সফর নিয়ে ব্যস্ত পররাষ্ট্রমন্ত্রনালয়

হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের এজেন্ডায় প্রাধান্য পাবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের উন্নয়নের বিষয়টি। আর সেদিকে লক্ষ রেখেই চলছে এজেন্ডা নির্ধারণের কাজ।
সকালে সফররত বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। 

দ্বিপাক্ষিক ওই বৈঠকে বেলারুশের সঙ্গে কৃষি ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণসহ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ে ঐক্যমত হয়। কৃষি খাতে বেলারুশের সামর্থ কাজে লাগনোর জন্য তাদের সহযোগিতা নেওয়ারও চিন্তা চলছে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, শুধু রাজনৈতিক ও কূটনৈতিকই নয় বরং দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোরও চিন্তা চলছে। আর সে কারণেই বেলারুশের ফুটবল দলছে ঢাকায় আনার চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্র সচিব।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা‘র ঢাকা সফরের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা।
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন