পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

নয় মাস জেল খেটে ভারত ফেরত গেলেন ভানু


২০ সেপ্টেম্বর, ঢাকা:
ভারতের ভূখন্ডে বাংলাদেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী ঢুকে পরা নিত্যদিনের ঘটনাআর তেমন ঘটনায় বাংলাদেশি আটক হওয়ার ঘটনাও ঘটে হরহামেশাইতবে এবারে বাংলাদেশের ভূখন্ডে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রথমে গ্রেফতার এবং পরে হাজত খেটেছে এক ভারতীয় নাগরিক

ভানু কোচ (২৮) নামের ওই ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে প্রায় ৯ মাস কারাবরণ করেছেনআর ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে

দুপুরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ পতাকা বৈঠক করে ভানু কোচকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় কতৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়

জানা গেছে, ভানু কোচ, ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলার বারেঙ্গাপাড়া এলাকার চান্দুভুই গ্রামের সুদ্রা কোচের ছেলেতিনি গত ১০ জানুয়ারি নালিতাবাড়ী সীমান্তের সমেশ্চুড়া এলাকা দিয়ে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে যায়সে সময় বাংলাদেশের সীমান্তরক্ষী ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ওই সময় তার বিরুদ্ধে মামলাও হয় এবং সেই মামলার কারণেই শেরপুর কারাগারে ভানু ৯ মাসের মতো কারাভোগ করেনআজ তিনি মুক্তি পান

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে তাকে ফেরত পাঠানো ও নেওয়া নিয়ে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়

বিজিবির ২৭ ডিকোম্পানীর হাতিপাগার ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল কাদের ও বিএসএফ এর ১৩২ বিএসএফ ডিকোম্পানীর ইন্সপেক্টর দিপক মেমোরিয়া দুই দেশের পতাকা বৈঠকে নেতৃত্ব দেনতবে বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি‘‘
পান্থ রহমান, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন