পৃষ্ঠাসমূহ

শনিবার, ৫ মে, ২০১২

টিপাইমুখ বাঁধ বাংলাদেশের ক্ষতি করবে না


টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের কোনো ক্ষতি করবে না বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে আশ্বস্ত করেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তার সঙ্গে সাক্ষা করতে গেলে প্রণব বলেন, দ্রুতই অমিমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।
দীপু জানান, রাতেই তিনি দিল্লি যাচ্ছেনসোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ কমিশনের বৈঠক হবে

হিলারি গেলেন খালেদার বাসায়
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসায় গেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন শনিবার রাত সোয়া নটায় পরপর গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসায় যান হিলারি
হিলারির সঙ্গে সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেনএছাড়া বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর শিশুকন্যা সাইয়ানা নাওয়ালও রয়েছে সেখানে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন শনিবার বিকেলেখালেদা জিয়ার বাসায় যাওয়ার আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেছেন তিনিএরপর যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন তারা।
সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন