পৃষ্ঠাসমূহ

বুধবার, ৩০ মে, ২০১২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ প্রতিমন্ত্রী


বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাটির সুষ্ঠু ও স্বাধীন তদন্ত আশা করে তার দেশ বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এবং সংলাপ ইস্যুতেও কথা বলেন এই প্রতিমন্ত্রী
তিন দিনের সফর শেষে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমেরবাংলাদেশ সফর নিয়ে তার নিজস্ব বক্তব্যের পর দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা এক প্রশ্নের জবাবে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বিচারবর্হিভূত হত্যা, খুন, নিখোঁজ, সাংবাদিক নির্যাতনের উদাহরণ টেনে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের কথা বলেছেন
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেন, আমি জেনেছি যে, বাংলাদেশে বিচারবহির্ ত হত্যা, গুম, খুন, সাংবাদিক পেটানোর ঘটনা বেড়েছে। আমারা(ব্রিটেন) এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। আমরা আশা করছি, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করবে বাংলাদেশ সরকার। এই ঘটনাগুলোর স্বাধীন ও সুষ্ঠু তদন্ত হবে।
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, আশা করছি বাংলাদেশ সরকার এই ঘটনার তদন্ত করতে কোন ছাড় দেবে না। এতে করে আশা করি, ইলিয়াস নিখোঁজ হওয়ার ঘটনার কুলকিনারা হবে। তার বিষয়ে জানা যাবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তোলা এক প্রশ্নের উত্তরে বার্ট বলেন; যুক্তরাজ্য আশা করে জনগণের প্রত্যাশা অনুযায়িই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে
অ্যালিস্টার বার্ট বলেন, বাংলাদেশের জনগন যেহেতু সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ফলে বাংলাদেশের রাজনীতিবিদরাও তাদের জনগণের আশার কারণেই নিজেরা বসেই একটি সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে নেবেন।

নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক কী হবে কিংবা সেনাবাহিনী ব্যাকড্ বিগত তত্ত্বাবধায়ক সরকারকে তার দেশের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে তোলা প্রশ্নগুলো এড়িয়ে গেলেও এই প্রতিমন্ত্রী জানিয়েছেন; দুই দেশের বাণিজ্য সম্পর্ক বেড়ে, দ্বিগুন হয়েছে
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন