পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৯ মে, ২০১২

চলে গেলেন মমতা


সকলকে চমকে দিয়েই ঘটনাটা ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টেলিভিশনে লাইভ চলাকালে দর্শক সারির মানুষের প্রশ্নের জবাব দিতে দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁদের শিক্ষক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তারের প্রসঙ্গটি তুললে, মেজাজ গরম হয় মমতার। স্বল্প কথায় ঝাড়ি দিয়ে অনুষ্ঠান থেকে চলে যান মমতা।
শুক্রবার সিএনএন-আইবিএন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো অনুষ্ঠানটি। মমতার ব্যঙ্গচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অম্বিকেশকে গ্রেপ্তার করা হয়েছিলো। এ ব্যাপারে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এক প্রশ্নের জবাবে মমতা বলেন, এটা ব্যঙ্গচিত্র নয়। ব্যঙ্গচিত্র আমরা ভালোবাসি। ব্যঙ্গচিত্র ভিন্ন বিষয়। তিনি আসলে (অম্বিকেশ) সিপিআই-এমের লোক। তিনি তাঁর সমাজের লোকদের সম্মতি না নিয়ে ই-মেইলের অপব্যবহার করেছেন। তিনি এটা ৬০ জনকে পাঠিয়েছেন।
মমতা দাবি করেন, ওই অধ্যাপক বুদ্ধিজীবী নন, তিনি সিপিএমের চর।
মমতা বলেন, ওই কার্টুনে লেখা বার্তায় বিলীন শব্দ ছিল। এটা আমাকে হত্যার ষড়যন্ত্র এবং এ ষড়যন্ত্র সিপিএম-সমর্থিত। তিনি (অম্বিকেশ) যা করেছেন, তা সাইবার অপরাধ। এটা কার্টুন নয়। হত্যার রাজনৈতিক ষড়যন্ত্র।
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন