পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৯ মে, ২০১২

বিডিনিউজের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত এবং কয়েকজনকে মারধর করেছে সন্ত্রাসীরা। ২৮ মে, সোমবার রাতে রাজধানীর মহাখালীতে বিডিনিউজের অফিসের নিচতলায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর আহত সহসম্পাদক নেওয়াজ রিফাত, প্রতিবেদক সালাহউদ্দীন আহমেদ ও পরিচ্ছন্নতাকর্মী রুহুল আমিনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিসকেরা জানান, তারা আশঙ্কামুক্ত
বিডিনিউজ জানায়, প্রতিষ্ঠানের কার্যালয় স্থানান্তরের জন্য মালামাল নিচে নামানো হচ্ছিল এ সময় একজন তরুণ বাইসাইকেল নিয়ে সেখানে আসেন নিচে মালামাল রাখা নিয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা হয় কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে নিয়ে এসে তাঁদের মারধর ও রুহুল আমিনকে ছুরিকাঘাত এবং মালামাল ভাঙচুর করেন এ খবর পাঁচতলায় অফিসে পৌঁছালে দ্রুত কয়েকজন নেমে আসেন তাঁরা হামলাকারীদের একজনকে ধরে পুলিশে খবর দেন তবে পুলিশ আসার আগেই ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে নিচতলায় এসে হামলা চালান তাঁরা নিচে থাকা রিফাত ও সালাহউদ্দীনের পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আটক তরুণকে নিয়ে চলে যান সহকর্মীরা আহত ব্যক্তিদের পাঁচতলায় অফিসে নিয়ে আসেন
রাতে বিডিনিউজ কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ নিচতলায় রক্ত জমাট বেঁধে আছে
খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান সেখানে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুফুল কবীর বলেন, দুর্বৃত্তদের ধরতে তাক্ষণিকভাবে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন