পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ মে, ২০১২

পদ্মাসেতু নির্মানে বিনিয়োগে আগ্রহী কাতার


সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবের আল থানি বলেছেন, বাংলাদেশের পদ্মাসেতু নির্মান এবং জ্বালানী খাতে বিনিয়োগ করতে চায় তার দেশতবে আগে থেকেই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা সই হওয়ায় কিভাবে কাতারকে বিনিয়োগের সুযোগ করে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে হবেরাজি হওয়া সাপেক্ষে হবে ত্রি-পক্ষীয় চুক্তি

বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে নিজেদের ঘনিষ্টতা বাড়াতে; বেশ কটি খাতে বিনিয়োগের প্রস্তাব পর্যালোচনার উদ্দেশে দশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করছেন কাতারের সহকারী পররাষ্ট্র মন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবর আল থানিদুপুরে হয় দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠক; তাতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনিবৈঠকে পদ্মাসেতু, বিদ্যুকেন্দ্র, ঢাকা বাইপাস সড়ক ও বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মানে বিনিয়োগের আগ্রহ দেখায় কাতার’‘
কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবের আল থানি বলেন, বিদ্যুকেন্দ্র নির্মান, পদ্মাসেতু নির্মান এবং এয়ারপোর্টের কিছু উন্নয়ন কাজে সহযোগিতা করতে চাইবিষয়গুলো নিয়ে আলোচনাও হয়েছেবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, নদীর ড্রেজিং প্রকল্পে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কাতারতাছাড়া ঢাকার একটি বাইপাস সড়ক নির্মানে সহযোগিতা করবে দেশটি
পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা গেছে; শাহজালাল বিমানবন্দরের আধুনিকায়নের মধ্যে নতুন একটি টার্মিনাল ও কার্গো ভিলেজ নির্মাণের প্রস্তাব কাতারকে দেওয়া হয়েছে

বিমানবন্দরের ৩য় টার্মিনালটি নির্মাণের খরচ ধরা হয়েছে ৩৭৫ মিলিয়ন ডলার এবং কার্গো ভিলেজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৩০ মিলিয়ন ডলার

চট্টগ্রামের মহেশখালীতে ১০০০ মেগাওয়াটের এলএনজি চালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যু কেন্দ্র নির্মাণের জন্য ১ হাজার ৩০০ মিলিয়ন ইউএস ডলারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

নদী খননের জন্য ৫টি ড্রেজার কেনার জন্য কাতারের সহযোগিতা কামনা করা হয়েছেএ জন্য ৫৫ দশমিক ২৬ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে

ঢাকা বাইপাস নির্মাণের জন্য গাজীপুরের কড্ডা থেকে জয়দেবপুর, দেবগ্রাম ও ভুলতা হয়ে মদনপুর পর্যন্ত একটি প্রকল্পের প্রস্তাব কাতারকে দেওয়া হয়েছে

৪৮ দশমিক ৭০ কিলোমিটার এই নতুন বাইপাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪০ মিলিয়ন ডলার

বৈঠকে এসব বিষয় উপস্থাপন করেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি আমদানীর আগ্রহের কথাও জানান কাতারের এই সহাকারী মন্ত্রী

এক প্রশ্নের জবাবে শেখ আহমেদ বিন মোহাম্মাদ বিন জাবের আল থানি জানান, কাতারে অনেক উন্নয়ন কাজ চলছে; সেই হিসেবে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি প্রয়োজন পড়বেতবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত জনবল নিতে চায় তার দেশএক্ষেত্রে শ্রমিকদের প্রশিক্ষনের জন্যও সহযোগিতা করবে কাতার

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানানো হয়; একটি ফ্রেমওয়ার্কের আওতায় দুই দেশের মধ্যে এই সহযোগিতার ক্ষেত্রগুলো আলোচিত হবেএরজন্য গঠিত হবে একটি ওয়ার্কিং গ্রুপও
পান্থ রহমান


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন