পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৮ মে, ২০১২

বাংলাদেশিকে হত্যায় সৌদিয়ানের শিরশ্ছেদ



আট বাংলাদেশির শিরশ্ছেদের পর এবার বাংলাদেশি হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি নাগরিকেরই শিরশ্ছেদ করেছে কর্তৃপক্ষ। ১৭ মে, ২০১২ ওই সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, সুলতান আল সাহলি নামের ওই সৌদি নাগরিক ছিনতাইয়ের উদ্দেশে বাংলাদেশি নাগরিককে এলোপাতারি ছুরিকাঘাতে খুন করে
এই শিরশ্ছেদের মাধ্যমে এ বছর এযাবত ওই দেশে ২৬ জনের শিরশ্ছেদ করা হলো২০১১ সালে দেশটিতে ৭৬টি শিরশ্ছেদের ঘটনা ঘটে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শিরশ্ছেদের শাস্তির তীব্র নিন্দা জানালেও সৌদি সরকার শরীয়া আইনের বিকল্প কিছু চিন্তা করছে না বরং তারা অব্যাহত রেখেছে শিরশ্ছেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন