পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

ঢাকায় জাপানের উপ-প্রধানমন্ত্রী

পদ্মা সেতু এবং ঢাকার মেট্রো রেল নির্মানে অর্থায়ন নিয়ে জাপানের সঙ্গে আশাব্যঞ্জক আলোচনা হয়েছে। সফররত জাপানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রনালয়।
দুপুরে জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা দুই দিনের সফরে ঢাকায় পৌছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ডাক্তার দীপু মনি।
পরে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হয়। পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্র জানায়, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে।
পরে কাতসুয়া ওকাদা দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার জন্য নানান পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে।
সন্ধ্যায় জাপানের উপ-প্রধানমন্ত্রী যান বঙ্গবন্ধু জাদুঘরে। সেখানে জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাপানের উপ-প্রধানমন্ত্রী।
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন