পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ মে, ২০১২

বাহরাইনে নিহত ৮ বাংলাদেশি


বাহরাইনে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছেবাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ ইব্রাহিম রোববার বিকেলে জানান, নিহতের মধ্যে আটজনের বাড়ির ঠিকানা নিশ্চিত করতে পেরেছে দূতাবাস তাদের মধ্যে ৭ জনের বাড়ি কুমিল্লায় ও একজন চাঁদপুরের
নিহতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার কালোনিয়া মোহাম্মদ হানিফ (৬০), তার ভগ্নিপতি জসপুর গ্রামের মোহাম্মদ সুলেমান (৪২), জামাতা জামিয়া গ্রামের মনির হোসাইন (৩০), মনিপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০) ও সুসন্দা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রাম উপজেলার আবুল হাসেম (৩৫) এবং চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার সৈয়দ আহমেদ (৪০)

উল্লেখ্য, বাহরাইনে রোববার সকালের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে নিজেদের কক্ষে নিহত হন ১০ বাংলাদেশি শ্রমিক ওই কক্ষে ১১ শ্রমিক বাস করতেন একজন বেঁচে গেছেন রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে রিফা এলাকায় এ ঘটনা ঘটে
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন