পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৬ মে, ২০১২

সরকারিভাবে লোক যাবে মালয়েশিয়ায়


বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সরকারিভাবে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগির চালু করা হবেতিনি বলেন, প্রতারণা ঠেকাতে এবার সরকারিভাবে লোক পাঠানো হবে। বুধবার মন্ত্রী তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন; ২০০৭-০৮ সালে চার লাখেরও বেশি মানুষ মালয়েশিয়ায় যায়তাদের কাছ থেকে দালালেরা দুই থেকে তিন লাখ টাকা নিয়েছেকোনো কোম্পানিতে হয়তো ১০০ লোক লাগবে, দালালেরা সেখানে জালিয়াতি করে এক হাজার লোক পাঠিয়েছেএসব কারণে মালয়েশিয়ায় গিয়ে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক রাস্তায় কাটিয়েছেআর এই দূর্মাতির কারণে মালয়েশিয়া একপর্যায়ে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেয়মন্ত্রী বলেন, সব শ্রমিকের কাছে অনুরোধ, সরকারের এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে আপনারা কারও কাছে কোনো টাকা দেবেন নাঅনেকেই গুজব ছড়িয়েছে যে মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হচ্ছেমালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে তারা টাকা হাতিয়ে নিচ্ছেকেউ কোথাও এক টাকাও দেবেন না বলে অনুরোধ জানান মন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার কবে চালু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবেতারা আমাদের সব প্রস্তুতি দেখবে। পরে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেমালয়েশিয়ার সরকার আমাদের জানায়, বাংলাদেশের অভিবাসন ব্যয় অনেক বেশিএ কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার এসে দীর্ঘ সময় থেকেও শ্রমিকেরা সেই টাকা তুলতে পারে নালোক পাঠানোর আগে অবশ্যই খরচ কমাতে হবে
মন্ত্রী বলেন, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিদেশ যাওয়ার জন্য যারা সরকারিভাবে নাম নিবন্ধন করে তাদের মধ্য থেকে মালয়েশিয়ায় লোক পাঠানো হবেএ ক্ষেত্রে অভিবাসন খরচ সর্বোচ্চ ৫০ হাজার হবে বলে মনে করেন তিনি।
মন্ত্রী ১৩-১৫ মে পর্যন্ত ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে মালয়েশিয়া সফর করেনজনশক্তির বাজার ছাড়াও পদ্মা সেতুর বিষয়ে কথা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান তিনি বলেন, মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বিদ্যুত্ খাতে বিনিয়োগের আগ্রহ পোষণ করেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন