পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ মে, ২০১২

হরতাল আর নয়, মজীনা


মাকিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামী দিনে বাংলাদেশে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা জরুরিনিয়ে যত দ্রুত সমঝোতা হবে, বাংলাদেশের জন্য সেটাই মঙ্গলআগামী নির্বাচনের আগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ঢাকায় শীর্ষ মার্কিন কূটনীতিক গতকাল সোমবার এ মন্তব্য করেন
মজীনা বলেছেন, পোশাকশ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডসহ পোশাকশিল্পের পরিবেশ নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছেবিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ব্যাপারে মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টিও তোলেন ড্যান মজীনা
২১ মে বিকেলে মজীনার সঙ্গে সংলাপ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইপিএসএস)অনুষ্ঠানের শুরুতে বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অব,) এ এন এম মুনীরুজ্জামানের প্রশ্নের উত্তর দেন মার্কিন রাষ্ট্রদূতএরপর মজীনা উত্তর দেন সাংবাদিক ও অংশগ্রহণকারীদের প্রশ্নের।
বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রশংসা করে গণতন্ত্র বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন মজীনা। তা ছাড়া বাংলাদেশে অগণতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা সুখকর নয়তাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তার সুরাহা করতে হবেএ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ ও অর্থবহ সংলাপ জরুরি বলে মত দিয়েছেন হিলারি ক্লিনটনএ সুরাহা কখন হবে, তা আমার জানা নেইতবে যত তাড়াতাড়ি হবে, সেটাই বাংলাদেশের জন্য মঙ্গল
অন্যদিকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি মার্কিন ক্রেতাদের ক্রমশ উদ্বিগ্ন ও অসন্তুষ্ট করে তুলছে বলে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। এক্ষেত্রে তিনি তুলে ধরেন, এপ্রিলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি বলেন, ওই হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বাংলাদেশের শ্রমের মান নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে তিনি বলেন, তিন দিন আগে মাঝরাতে যুক্তরাষ্ট্রের বৃহ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার ফোনে আমার ঘুম ভাঙেকারণ, বাংলাদেশ নিয়ে, বিশেষ করে এখানকার শ্রমিক অধিকার সম্পর্কে ক্রমবর্ধমান নেতিবাচক প্রচারণায় ওই কর্মকর্তা উদ্বিগ্নফলে মার্কিন প্রতিষ্ঠানের ওই কর্মকর্তা নিজের প্রতিষ্ঠানের ভবিষ্য নিয়েও শঙ্কিত
হরতাল কর্মসূচিকে তিনি কীভাবে দেখেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদের প্রশ্নের জবাবে মজীনার সাফ জবাব, হরতালকে আমি ঘৃণা করি
মানবাধিকার প্রতিবেদনে গুম প্রসঙ্গ তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি ঢাকা সফরের সময় বিষয়টি উল্লেখ করেছেনজনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরআর এ বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামী মাসে যুক্তরাষ্ট্র বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবেওই প্রতিবেদনে উল্লেখ করা হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমেছেবে নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসবে
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন