পৃষ্ঠাসমূহ

রবিবার, ৬ মে, ২০১২

প্রণব মুখার্জির ঢাকা সফর


খালেদার সঙ্গে প্রণবের বৈঠক
ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো বিশেষ গোষ্ঠী বা দল নয়, সব দলের সঙ্গে ভালো সম্পর্ক প্রত্যাশা করেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের অমীমাংসিত বিষয়গুলোর ওপর জোর দেন খালেদা জিয়া আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবেপ্রণব খালেদাকে জানান, তিনি একতরফা কোনো কিছু আশা করেন নাবাংলাদেশের সব দলের সঙ্গে ভারতে ভালো সম্পর্ক চানএতে উভয় দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে বলে তিনি উল্লেখ করেন টিপাইমুখ বাঁধের কাজ শুরু হয়নি বলেও জানান প্রণবদুই দেশের ভালো হবে এজন্য যৌথ নদী কমিশনের অধীনে একটি জরিপ কমিটি করার কথাও জানান তিনি।
খালেদা এই কমিটিতে বাংলাদেশের বিশেষজ্ঞ নেওয়ার অনুরোধ জানান‌একই সঙ্গে বাঁধের সব বিষয়ে তিনি দুই দেশের মানুষকে জানানোর অনুরোধ করেন এছাড়া ভারতের সঙ্গে ছিটমহলসহ অমীসমাংসিত বিষয়ের সমাধানের ওপর জোর দেন খালেদা জিয়া তিনি প্রণবকে সীমান্ত হত্যা বন্ধের অনুরোধ জানানএভাবে বারবার সীমান্তে মানুষ হত্যার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের ব্যাপারে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন

ঋণের ২০ কোটি ডলার মওকুফ প্রণবের
১০০ কোটি ডলার ঋণের ২০ কোটি ডলার মওকুফ করবে ভারতএছাড়া এই ঋণের সুদের হারও কমাবে তারা। এমনই ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি অংশ নেনসেখানে তিনি ঘোষণা দেন, ভারত ওই অর্থ সহায়তা হিসেবে বিবেচনা করবে, ঋণ হিসেবে নয় ওই চুক্তিতে বলা হয়েছিল, এ ঋণের জন্য বাংলাদেশকে বছরে ১ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবেপাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে ঋণ পরিশোধ করা যাবে
সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন