পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৯ মে, ২০১২

এভারেস্টে নিশাত


প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে পৌঁছেছেন নিশাত মজুমদার। সহযোগি এম এ মুহিতের সঙ্গে ১৯মে সকাল সাড়ে নয়টার দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এই খবরে সবাই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন, অভিনন্দন জানিয়েছেন তাঁকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনিসহ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার-প্রিয় নিশাত ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক পাস করেছেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হয়ে কিছুদিন কাজ করেছেন। তখন থেকে ইনাম আল হকের সঙ্গে পরিচয়; পরে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে (বিএমটিসি) যোগ দেন নিশাত।
হিমালয় পর্বতকে জয় করার চিন্তা থেকেই বিএমটিসি হিমালয়ে অভিযানের জন্য প্রথম মহিলা দল পাঠায়, ২০০৬ সালের সেপ্টেম্বরের দিকে। তখন এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। পাঁচজনের সেই দলের কনিষ্ঠতম সদস্য ছিলেন নিশাত।
২০০৮ সালের ৪ জুন নেপালে হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা হিমালে সিঙ্গাচুলি পর্বতে ওঠেন নিশাত। যার উচ্চতা ২১ হাজার ৩২৮ ফুট (ছয় হাজার ৫০১ মিটার)। ওই অভিযানে সিঙ্গাচুলি অভিযানের পুরো দলের নেতৃত্ব দেন নিশাত মজুমদার। নিশাত বলেছিলেন, এ কাজে ছেলেমেয়ের কোনো ভেদাভেদ নেই। বরং সফলতা তখনই আসে, যখন নারীপুরুষের সমান অংশগ্রহণ থাকে। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। পর্বতারোহী এম এ মুহিত গত বছরের ২৫ মে এভারেস্ট জয় করেন।
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন