পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৯ মে, ২০১২

আবারও বিএসএফের বাংলাদেশি নিযাতন


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশি কৃষক সুফল সিংহকে (৫৯) ধরে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। সুফল সিংহের ভাষ্য, ১৮ মে, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ অংশের কাতলামারী চরে নিজেদের জমির ধান কাটছিলেন। সে সময় ওই এলাকার নোম্যান্স ল্যান্ডে থাকা ভারতের টিক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের দুই সদস্য তাঁর কাছে পানি চান। পানি নিয়ে বিএসএফের সদস্যদের কাছে যাওয়ামাত্র তাঁরা তাঁকে টেনেহিঁচড়ে একটি টহল চৌকিতে নিয়ে যান। তিনি অভিযোগ করেন, বিএসএফের সদস্যরা রাইফেলের বাট, কোমরের বেল্ট ও বেত দিয়ে তাঁকে মারধর করেন। তাকে দুই হাত পিঠমোড়া করে বেঁধে রেখে পরনের লুঙ্গি ও শার্ট ছিঁড়ে ফেলেন। সুফল দাবি করেন, প্রায় এক ঘণ্টা ধরে বিএসএফের সদস্যরা তাঁর ওপর নির্যাতন চালায়। পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় সীমান্তের ৩২ নম্বর খুঁটি-সংলগ্ন এলাকা থেকে সুফলকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী। পরিবারের বাদী, সুফল মাথা তুলে দাঁড়াতে পারছেন না। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আখতার হোসেন বলেন, বিএসএফের সদস্যরা সুফলকে অমানুষিক নির্যাতন করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়!
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন