পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

দুই সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে

খাদ্য সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র নামে পরিচিত) এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব একেএম আবদুল আউয়াল মজুমদারকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। তবে তাদের কোন দেশে দেওয়া হচ্ছে এটা নিশ্চিত হওয়া যায়নি। তবে সচিব সম মানের হওয়ার কারণে তাদের ‘এ-গ্রেড’ রাষ্ট্রদূত হওয়ার কথা। ৭ মে, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ জারি হয়।
খাদ্য বিভাগ থেকে বরুণ দেব মিত্রকে সরানোর পর সেখানে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে থাকা অতিরিক্ত সচিব মুশফেকা ইকফাকে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নিয়াজউদ্দিন মিয়াকে
নোট:
বিডি মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৮৩ সালের ২৭ অক্টোবর বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ৮২ ব্যাচের ক্যাডার।
আর ১৯৮৩তে প্রশাসন ক্যাডার একেএম আবদুল আউয়াল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। তারাও ৮২ ব্যাচের। তবে বিডিমিত্র সিনিয়র। তার স্ত্রী রাখী মিত্র চৌধুরী ইউনিসেফের সদর দপ্তরে কর্মরত আছেনআউয়াল মজুমদারের স্ত্রী ডা. নীলুফার ইয়াসমিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
সংগ্রহ ও সম্পাদনা: পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন