পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে ধর্মীয় স্বাধীনতায় বাংলাদেশ ইতিবাচক


৩১ জুলাই; ঢাকা:
ধর্ম, ধর্মে বিশ্বাস, ধর্ম পালনে স্বাধীনতা, শ্রদ্ধা অন্তর্ভুক্তি এবং সহনশীলতার ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তারও প্রশংসা করেছে তারা
ধর্মীয় স্বাধীনতার ওপর আন্তর্জাতিক রেটিং তৈরি করে যুক্তরাষ্ট্রদেশটি এ বিষয়ে তাদের ২০১১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে গতকাল মঙ্গলবারসেই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে; ধর্মীয় স্বাধীনতা ও শান্তি ধরে রাখতে বাংলাদেশ সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে

বাংলাদেশ সরকার তার সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য নিয়োগ দিয়ে এবং তাদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে ইতিবাচক মনোভাব দেখিয়েছে

আগের বছর কোন ধর্মীয় স্বাধীনতা হরণের কোন সংবাদ আছে কিনা এমন প্রশ্নের নিজেরাই উত্তর খোঁজা হয়েছে ওই প্রতিবেদনটিতে সেখানে বলা হয়েছে; ‘এমন কোন সংবাদ পাওয়া যায়নিকোথাও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোন বিবাদ পুলিশ শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে বলেও মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে

জাতীয় সংসদে সম্প্রতি খ্রিস্টান ধর্মীয় কল্যান ট্রাস্ট (সংশোধন) আইন ২০১১ পাস করে সেখানে তহবিলের পরিমাণ এক কোটি থেকে চার কোটি টাকা করেছে বলেও প্রশংসা করা হয়েছে ওই প্রতিবেদনেপ্রতিবেদনে উল্লেখ করা হয়েছে; বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে তহবিলের পরিমাণও বাড়ানো হয়েছেসেখানে তিন কোটি থেকে পাঁচ কোটি  করা হয়েছে

ফতোয়া নিষিদ্ধ করে সুপ্রিম কোর্টে রুল জারী, নারী অধিকার রক্ষায় উত্তরাধিকার আইনে সমতা আনা এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে শান্তি স্থাপনে সরকারের উদ্যোগগুলো ইতিবাচক বলে তার ভূয়ষী প্রশংসা করা হয়েছে ওই প্রতিবেদনে

সব কিছুর পরও মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে আহমেদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ ঠেকানোয় আরও উদ্যোগী হওয়া উচিতবলা হয়; “ওই দেশটির ধর্ম নিরপেক্ষ সংবিধান এবং রাষ্ট্রীয় নীতি র্ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করে যা স্থিতিশীল গণতান্ত্রিক উপাদান

উল্লেখ করা যেতে পারে; ধর্মীয় এই বিষয়গুলো নিয়ে যে সকল ফোরামে আলোচনা হয় বাংলাদেশ সরকার সেই ফোরামগুলোতে সই করেছেযেমন; ১৯৪৮ সালের ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটসবা মানবাধিকারের সর্বজনীন ঘোষণা এবং ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট্সবা নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ সই করেছে
পান্থ রহমান, ঢাকা
’ ‘‘

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন