পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

বাংলাদেশের ১ রানের জয়ে সিরিজ নিশ্চিত


দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে মাত্র ১ রানে হারিয়েছে বাংলাদেশএ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতল বাংলাদেশ নাসির হোসেনের ৫০ রানের ওপর ভর করে আয়ারল্যান্ডের সামনে ১৪৭ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশপুরো ২০ ওভারে ৬ উইকেট ১৪৫ রান তোলে স্বাগতিকরাইলিয়াস সানি ও মাহমুদুল্লাহ দুটো করে উইকেট নেন
প্রথম ম্যাচের মতো সফরের দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালোভাবে করতে পারেনি ব্যাটসম্যানরামাত্র ৯৮ রান তুলতেই শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মুখে পড়ে যায় মুশফিক বাহিনীতামিম-সাকিবরা রান না পেলেও মোহাম্মদ আশরাফুল নাসিরের ব্যাটে ৬ উইকেটে পুরো ২০ ওভারে ১৪৬ রান তোলে বাংলাদেশ
৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন নাসিরএছাড়াও আশরাফুল ৪৬ বলে ৩৮ রান করেছেনপুরো ২০ ওভারে ১৪৬ রান তোলে টাইগাররা।
আজ ২০ জুলাই, বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা ধীরগতিতে করেছে বাংলাদেশ গত ম্যাচে ৩১ রানের ইনিংস খেলা তামিম ইকবাল সাজঘরে ফিরেছেন শূন্য রানেসপ্তম ওভারের প্রথম বলে মাত্র ১১ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসানদুই ওভার পরে দলীয় ৫৫ রানের মাথায় দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমএক ওভার পরে মাহমুদুল্লাহও আউট হয়েছেন মাত্র ৩ রান করে
আয়ারল্যান্ড সফরের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকেতবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ৭১ রানে জিতে শুরুটা ভালোভাবেই করেছিল মুশফিক বাহিনীআর প্রথম ম্যাচের মতো আজও প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম
সংবাদ: সংগ্রহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন