পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৫ জুলাই, ২০১২

অর্থমন্ত্রী মুহিতের প্রতিশ্রুতি: পদ্মা সেতুতে দুর্নীতি হবে না


২৫ জুলাই, ঢাকা:
বিশ্বব্যাংক বাংলাদেশের ঋনচুক্তি বাতিলের বিষয়টি পুনঃবিবেচনা করবে বলে আশা করছেন বাংলাদেশের অর্থমন্তী আবুল মাল আব্দুল মুহিতসাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করলেও বিষয়টি তারা আবারও বিবেচনায় রাখবে বলেই বিশ্বাস অর্থমন্ত্রীরতার মতে; সাবেক যোগাযোগ মন্ত্রীর পদত্যাগের পর নিশ্চিত করেই বিশ্বব্যাংকের কোন সমস্যা থাকবে না

উল্লেখ করা যেতে পারে; পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছিলো বিশ্বব্যাংকদিয়েছিলো চারটি শর্তসেই শর্তের অংশ হিসেবে জড়িত সকল সরকারি ব্যক্তি বা আমলা এবং রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যাক্তিদের তদন্ত চলা অবস্থায় অব্যাহতি বা ছুটি দিতে হবেসেই মতো ছুটিও দেওয়া হয়েছে ওই ব্যাক্তিদের

আনুষ্ঠানিক বিবৃতিতে মুহিত বলেছেন; “অভিযোগের কোনো প্রমান না থাকলেও একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ছুটি দেওয়া হয়েছেসাবেক যোগাযোগমন্ত্রীও নিজেকে নির্দোষ দাবী করে তদন্তে সহযোগিতার স্বার্থে দায়িত্ব ত্যাগ করেছেন

এখণও পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্প বিষয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুহিত বলেন; “পদ্মা সেতু প্রকল্পের কাজ এই বছরেই শুরু হবে এবং আমরা নিশ্চিত করছি যে, পদ্মা সেতু নির্মান প্রকল্পে কোন ধরনের দুর্নীতি থাকবে না

দুর্নীতির আশঙ্কা দূর করার জন্য তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রীবলেন, “দুদক তদন্ত শুরু করেছে ২০১১ সালের অগাস্টেতাতে এখনও তারা দুর্নীতি পায়নিতদন্ত এখন আরও জোরদার করা হচ্ছে

বিশ্ব ব্যাংকসহ পদ্মাসেতু নির্মানে যারা সহযোগিতা করতে চেয়েছিলো সেই দাতা সংস্থাগুলোর সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান অর্থমন্ত্রীবলেন; “আইডিবি বা ইসলামী উন্নয়ন ব্যাংক জানিয়েছে, তারা আগ্রহীজাইকাও সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছেআলোচনা অব্যাহত রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গেও

উল্লেখ্য; গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে দেয়অন্য উপায় না থাকায় মান বাঁচাতে গত ১৩ জুলাই মন্ত্রী পদ থেকে সরে যান সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনআমলাদের দেওয়া হয় ছুটি
# পান্থ রহমানঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন