পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৫ জুলাই, ২০১২

বাংলাদেশের ২৬ জেলে অপহৃত বঙ্গোপসাগরে

২৫ জুলাই, ঢাকা:
মাছ ধরা জেলেদের ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে হামলা চালিয়ে ২৬ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে দস্যুরাবঙ্গোপসাগরের পক্ষীদিয়া অঞ্চলে ঘটনাটি ঘটেছেট্রলারে হামলা করে জেলেদের সঙ্গে সঙ্গে দুটি ট্রলারও নিয়ে গেছে দস্যুরাঘটনাটিতে ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতেগতকাল বুধবার দুপুরে হামলা থেকে বেঁচে যাওয়া জেলেরা সৈকত সংলগ্ন জেলা বরগুনা পাথরঘাটায় ফিরে এসে জানিয়েছে; এমন তথ্য

ফিরে আসা জেলেরা অপহৃতদের সংখ্যা ২৬ বলে নিশ্চিত করলেও অপহৃত সকলের নাম পরিচয় বলতে পারেনিতারা জানিয়েছেন;  সিদ্দিক মাঝি, চুন্নু মাঝি, জামাল, নেছার, কাইউম মাঝি, বাদল মাঝি, কবির এবং জুলহাস মাঝির নামবাকি ১৮ জন সম্পর্কে তারা পরিস্কার ধারণা দিতে পারেনিফিরে আসা জেলারা জানায়; তাদের সবারই বাড়ি বরগুনা জেলার সদর ও পাথরঘাটা উপজেলায়

এফবি হরিণঘাটানামের একটি ট্রলার দস্যুরা দখল করে নিয়ে যায় বরে জানায় ফিরে আসা জেলেরাদ্বিতীয় জাহাজটির নাম তারা বলতে পারেনি

জানা গেছে, ২৪ জুলাই, মঙ্গলবার রাত ১০টার দিকে একদল দস্যু মাছের খোঁজে নোঙ্গর করে থাকা ১৫ থেকে ২০টি ট্রলারে আচমকা হামলা চালায়তারপর ওই ট্রলারগুলোর বেশিরভাগ মাঝিকে অপহরণ করে সঙ্গে নিয়ে যায়

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ি জানা গেছে; দস্যুরা নিজেদেরকে সাগর বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়
পান্থ রহমান, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন