পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৬ জুলাই, ২০১২

বাংলাদেশের জনসংখ্যা এখন সোয়া ১৫ কোটি

বাংলাদেশের জনসংখ্যা নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলদেশ জানিয়ে দিলো; বর্দেমানে দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার
সোমবার (১৬ জুলাই) বঙ্গভবনে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর এই চূড়ান্ত ফল প্রকাশ করে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে আদমশুমারির এই প্রতিবেদন প্রকাশ করেন একযোগে বাংলাদেশের সব জেলার সদরদপ্তর থেকে আদমশুমারির ফল প্রকাশ করা হয় বলেও জানা গেছে।

নতুন এই প্রতিবেদনে জানানো হয়, গত দশকে জনসংখ্যা প্রতিবছর ১ দশমিক ৩৭ শতাংশ হারে বেড়েছে যা ২০১১ সালে ছিল ১ দশমিক ৫৮ শতাংশ
নতুন তথ্যে দেখা গেছে; বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান -৭ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৫১৮ জন পুরুষ ও ৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন নারীজনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৫ জন

প্রেসিডেন্ট বলেন, জাতীয় সম্পদ বন্টনে ভারসাম্য আনা, নির্বাচনী এলাকা চিহ্নিত করা এবং চাকরিতে কোটা নির্দিষ্ট করার ক্ষেত্রে এ প্রতিবেদনের তথ্য খুবই কাজে আসবে

আদমশুমারির প্রাথমিক ফলাফলে জানানো হয়েছিল, ২০১১ সালের ১৫ মার্চ দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার, যা ধারণার চেয়ে কম বলে তখন বিস্ময় প্রকাশ করেন অনেকেই। আগের বছর প্রাথমিক ফল প্রকাশের পর আদমশুমারির তথ্য যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসকে পরে বিআইডিএস জানায়, তাদের মূল্যায়নে শুমারিতে ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়ে
এই ভুল সংশোধন করেই জনসংখ্যার চূড়ান্ত হিসাব প্রকাশ করলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

আদমশুমারির প্রকল্প পরিচালক অসীম কুমার দে জানান, চূড়ান্ত হিসাবে আদমশুমারির রাতে মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজারপরে আজকের (জুলাই ১৬) হিসেব-এ নতুন এই তথ্য প্রকাশ করা হচ্ছে।

আদমশুমারি প্রকাশের এই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার জানান, প্রায় ১ কোটি বাংলাদেশি বিদেশে থাকেন, যাদের আদমশুমারিতে গোনা হয়নি

নতুন তথ্যে পাওয়া গেছে; ৭ বছরের বেশি বয়সী জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার ৫১ দশমিক ১ শতাংশএর মধ্যে পুরুষ ও নারীদের সাক্ষরতার হার যথাক্রমে ৫৪ দশমিক ১ ও ৪৯ দশমিক ৪ শতাংশপ্রতিবন্ধীদের হার ১ দশমিক ৪ শতাংশ ক্ষুদ্র নৃ গোষ্ঠী ১ দশমিক ১০ শতাংশ

চূড়ান্ত ফলে দেখা গেছে, দেশে মোট খানার (এক রান্নায় যতজন খায়) সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৬৩০টি, এর মধ্যে বাসাবাড়ির খানা ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৩৯৬টি

স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে প্রথম আদমশুমারি হয় তখন প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ৭ কোটি ১৪ লাখ দেখা গেলেও চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়

আর ২০০১ সালে চতুর্থ আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গকিলোমিটারে ৮৩৪ জন
পান্থ রহমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন