পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৯ মার্চ, ২০১২

পররাষ্ট্রমন্ত্রনালয় বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয়
সেগুনবাগিচা, ঢাকা
সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা ১৯ মার্চ ২০১২
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে খাদ্য কৃষি সংস্থা (ঋঅঙ) এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবেপররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ সোমবার সংস্থাটির মহা-সচিব হোসে গ্রাসিয়ানো ডা সিলভার সাক্ষাতকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশকে সমর্থন সহযোগিতা প্রদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী  ঋঅঙ এর মহা-সচিবকে ধন্যবাদ জানানখাদ্য পাদন বৃদ্ধিতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেঋঅঙ মহা-সচিব বলেন, দেশটি অঞ্চলের কৃষি উন্নয়নে একটি মডেলহিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে
খাদ্যশস্য পাদনের সাথে স্য সম্পদ ব্যবস্থাপনাকে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সক্ষম হবে বলে ঋঅঙ মহা-সচিব আশা প্রকাশ করেনএভিয়ান ফ্লুসহ আন্তঃসীমান্ত পশুরোগ বিস্তার রোধে সচেতনতা প্রসারে সতর্ক ব্যবস্থা অবলম্বনে ঋঅঙ বাংলাদেশ একযোগে কাজ করে যাবে বলে পররাষ্ট্রমন্ত্রী ঋঅঙ মহা-সচিব ঐকমত্য পোষণ করেন
ঋঅঙ মহাসচিব দুদিনের এক সফরে বাংলাদেশে এসেছেনসফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উচ্চপদস্থ সরকারী নেতৃবৃন্দের সাথে তিনি সাক্ষা করেনমঙ্গলবার তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এক সরকারী সফরে ১৯-২৪ মার্চ ২০১২ সৌদি আরব গমন করবেনতিনি আজ রাত ০৯:০৫ ঘটিকায় এমিরেটস এর ফ্লাইটযোগে রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন
(পররাষ্ট্রমন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন