পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

অতীতকে ভুলে সামনে তাকাতে বললেন হিনা


প্রথম আলো:
০৯-১১-২০১২
১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশজবাবে পাকিস্তান বলেছে, তারা অতীত ভুলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে গতকাল শুক্রবার ঢাকায় আসা পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে বাংলাদেশের পক্ষ থেকে ওই আহ্বান জানানো হয়তিনি সংক্ষিপ্ত সফরে গতকাল সকাল সোয়া ১০টায় ঢাকা পৌঁছানবিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস
বিমানবন্দর থেকে হিনা খার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যানবেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথিকক্ষে দীপু মনির সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন তিনিবৈঠকের পর পররাষ্ট্রসচিব তাঁদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান
পররাষ্ট্রসচিব বলেন, ‘হিনা খার মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ সম্মেলনের আমন্ত্রণপত্র দেওয়ার জন্যই বাংলাদেশে এসেছেন
কাজেই দ্বিপক্ষীয় বিষয়ে দীর্ঘ আলাপের কোনো সুযোগ ছিল নাতবে ৭১-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীএ ছাড়া অমীমাংসিত বিষয়গুলোও উত্থাপন করা হয়েছে
ক্ষমা চাওয়ার বিষয়টি উত্থাপনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেনসাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে দীর্ঘ কথা বলার সুযোগ এখানে ছিল নাআমরা আমাদের কথাগুলো বলেছিতিনি আমাদের কথাগুলো শুনেছেনবাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তাঁরা বিশেষ গুরুত্ব দেন বলে জানিয়েছেনতবে অতীত ভুলে তিনি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেছেন
ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন কি না, এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এবারের সম্মেলনে ১৬ বছর পর ডি-৮-এর সনদ হবেতবে আমাদের প্রধানমন্ত্রীকে আজই নিমন্ত্রণ করা হয়েছেযাবেন কি না, সে সিদ্ধান্ত এক্ষুনি বলা সম্ভব নয়
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ডি-৮ সম্মেলনের আমন্ত্রণপত্র তুলে দেন হিনা খারএ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ছাড়াও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেনপ্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আসন্ন ডি-৮ সম্মেলন ছাড়াও শিক্ষা, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও হিনা খারের সংক্ষিপ্ত আলোচনায় মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাসহ অমীমাংসিত বিষয়গুলো সুরাহার প্রসঙ্গ ওঠে
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষা: দুপুরে হোটেল রূপসী বাংলায় দীপু মনির দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন হিনা খারসেখান থেকে বেলা পৌনে তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যানএ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মেহেদি হাশমি কোরেশি তাঁর সঙ্গে ছিলেনখালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রায় ২০ মিনিট ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকেরা মুখোমুখি হলে হিনা খার বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাএর আগে কখনো আমাদের সাক্ষা হয়নিতাই তাঁর সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত
সাক্ষাতে উপস্থিত থাকা বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া ও হিনা খার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন
বিকেল চারটায় ঢাকা ছাড়েন হিনা রাব্বানি খার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন