পৃষ্ঠাসমূহ

শনিবার, ৪ আগস্ট, ২০১২

আজ শুরু হচ্ছে মানব উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অংশ নিচ্ছেন ভারতের মন্ত্রী জয়রাম রমেশ


৪ আগষ্ট, ঢাকা:
জাতিসংঘের ৬৬তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত মানব উন্নয়ন মডেল নিয়ে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজঢাকায় অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে যোগ দিতে আসছেন বিশ্বের ৬২ দেশের প্রতিনিধিরাসম্মেলন পূর্ব এক  সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস জানান; বাংলাদেশের প্রস্তাবিত এই মডেলের সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, সাম্যতা বিধান, সবার জন্য চাকরী, মানব উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে আলোচনা হবেসম্মেলনে যোগ দিতে ঢাকা আসছেন নেপালের উপ-প্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠ, ভারতের পানি ও স্যানিটেশন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেরিশ, ভূটানের হিউম্যান সেটেলমেন্ট মন্ত্রী লোয়েনপো ইয়েশহে জিমবা, মালদ্বীপের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী হামিদ, জাতিসংঘের আন্ডারসেক্রেটারী ও ইউএন-হ্যাবিট্যাট বিভাগের নির্বাহী ডক্টর জোয়ান ক্লোসসহ বিভিন্ন দেশের মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেবেন জাতিসংঘের প্রতিনিধিরাওথাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা
পান্থ রহমান, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন