পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

বিশ্বব্যাপী অ্যালার্ট : এফবিআইএর ওয়ানটেড তালিকায় বাংলাদেশী চিকিৎসক


এক বাংলাদেশী চিকিসককে (মেডিকেল ডাক্তার) খুঁজছে এফবিআইতার বিরুদ্ধে কোর্ট ওয়ারেন্ট থাকার পরও তার দীর্ঘ অনুপস্থিতির কারণে এফবিআই ওয়ানটেড হিসেবে সার্কুলার জারি করেছে সর্বত্রযুক্তরাষ্ট্র ফেডারেল ব্যূরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাদের ওয়েব সাইটে ওয়ানটেড হিসেবে তার নাম প্রকাশ করেছেকথিত বাংলাদেশী চিকিসকের নাম জাহিদুল ইসলামতার বর্তমান বয়স ৫৬ বছরতার স্ত্রীও চিকিসক বলে জানা গেছেএফবিআই বলেছে, ডা. জাহিদ একজন আমেরিকান মহিলাকে যৌন হয়রানি করেছেনতার বিরুদ্ধে এ বিষয়ে ওয়ারেন্ট জারি হওয়ার পর তিনি পালিয়ে যানসূত্র নিউজ ওয়ার্ল্ড
এফবিআইর অভিযোগে বলা হয়েছে, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে অবস্থিত এক বড় হাসপাতালে কাজ করতেন ডা. জাহিদুল ইসলাম১৯৯৬ সালের ৩রা অক্টোবর একজন মহিলা রোগীকে সার্জারির সময় তিনি এক ধরনের ওষুধ দেনএতে মানসিক অবসাদে আক্রান্ত হন ওই মহিলা
এই সুযোগে ডা. জাহিদুল ইসলাম যৌন হয়রানি করেন তাকেঅবসাদ কেটে গেলে নিজেকে যৌন হয়রানির শিকার হিসেবে শনাক্ত করেন রোগীএই পর্যায়ে তার বিরুদ্ধে পেনসিলভেনিয়া স্টেট থেকে অভিযোগ আনা হয়এরপর আসে ফেডারেল চার্জপেনসিলভেনিয়া ফেডারেল কোর্ট ডা. জাহিদুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেকিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি
এফবিআই বলেছে, ডা. জাহিদুল ইসলামকে সশস্ত্র বিপজ্জনক ব্যক্তি বলে অভিহিত করেছে এফবিআইএ বিষয়ে যে কেউ কোন তথ্য পেলে নিকটস্থ আমেরিকান দূতাবাসকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে
সূত্র: বেঙ্গলিটাইমস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন